Advertisement
Advertisement

কটকে আজ জয়ের সরণিতে ঢুকতে মরিয়া মোহনবাগান

দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেন সোনি।

Mohun Bagan to face Indian Arrows
Published by: Sulaya Singha
  • Posted:November 10, 2018 11:19 am
  • Updated:November 10, 2018 11:19 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা দলে ঠাসা ভারতের তথাকথিত তারকারা। অন্য দল তরুণ তুর্কিতে ভরা। আগামিদিনে যাঁদের অস্তিত্ব টের পাওয়া যাবে। একটা দল পরপর দু’টো ম্যাচ ড্র করে প্রচণ্ড চাপে। অপর দল শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর। প্রথমজনের লক্ষ্য যদি হয় চ্যাম্পিয়ন হওয়া, অন্যজনের লক্ষ্য ভাল ফল করে নিজেদের একটা উচ্চতায় নিয়ে যাওয়া।

[বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকিয়ে নজির হরমনপ্রীতের, প্রশংসায় পঞ্চমুখ রোহিত]

আজ, শনিবার কটকের বারবাটি স্টেডিয়ামে মোহনবাগান-ইন্ডিয়ান অ্যারোজ ম্যাচের চৌম্বকে এইসবই উঠে আসছে। কোনও সন্দেহ নেই যে ধারে-ভারে অ্যারোজের চেয়ে অনেকটাই এগিয়ে মোহনবাগান। তারকাতে ঠাসা সবুজ-মেরুন শিবির। সোনি নর্ডি থেকে শুরু করে ডিকা-হেনরি, শিল্টন, কে নেই! সবচেয়ে বড় কথা ৬ জন বিদেশি রয়েছে দলে। সেখানে অ্যারোজে রহিম আলি, জিনসন সিংদের মতো তরুণরাই ভরসা। কোনও বিদেশি নেই। তবু মোহনবাগান গভীর সংকটের সামনে দাঁড়িয়ে। কেন? অভিযানের শুরুতে দু’টো ম্যাচ খেলে এখনও জয়ের মুখ না দেখা। দু’টোতেই ড্র করে মাত্র দু’পয়েন্ট তাদের সম্বল। শেষ ম্যাচে আইজলের কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে যায় মোহনবাগান। সেখানে অ্যারোজ প্রথম ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরেছিল। কিন্তু শেষ ম্যাচে শিলং লাজংকে হারিয়ে তুলে নিয়েছে তিন পয়েন্ট। ফলে আত্মবিশ্বাসে ভরপুর কোচ পিন্টোর দল। চ্যাম্পিয়ন হওয়া ছাড়া গঙ্গাপারের ক্লাব যে রেজাল্টই করুক, তাতে সভ্য-সমর্থকরা একেবারেই সন্তুষ্ট হবেন না। অ্যারোজের অবশ্য সে চাপ নেই।

Advertisement

কোচ শংকরলাল চক্রবর্তী জানিয়ে দিয়েছেন, তিন পয়েন্টের লক্ষ্যেই তিনি ওড়িশায় পৌঁছেছেন। বলেন, “আমরা এখানে এসেছি জিতে মাঠ ছাড়তে। তবে এটাও ঠিক, ব্যাপারটা কিন্তু সহজ হবে না। যেহেতু অ্যারোজ দলটা প্রচন্ড দৌড়য়। প্রত্যেকের বিদেশে খেলার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তাই আমরা যতই তিন পয়েন্ট পাব বলে ভাবি না কেন, ব্যাপারটা সহজ হবে না। শেষ ম্যাচে তারা শিলং লাজংকে হারিয়ে তা প্রমাণ করে দিয়েছে।” অ্যারোজ দলের কোচ সবসময় চেষ্টা করেন দু’টো উইং ধরে আক্রমণে যেতে। ফলে মোহনবাগানের দুই সাইডব্যাকের পক্ষে ওভারল্যাপে আসা সহজ হবে না। সদা সতর্ক থাকতে হবে অভিষেক-অরিজিৎদের।

[আগামী বছর আইপিএল হবে এই মাসে! কিন্তু কেন?]

বাস্তব এটাই, মোহনবাগান দু’টো ম্যাচ ড্র করলেও ভালই খেলেছে। আসলে সুযোগ নষ্টের খেসারত দিতে গিয়ে ছ’য়ের বদলে তাদের এখন সম্বল দু’পয়েন্ট। ন’মাস পরে গোল পেয়েছেন সোনি নর্ডি। আজ হয়তো খেলবেনও। কিন্তু শুরু থেকে নয়। শংকরলাল জানিয়ে দিয়েছেন, সময় বুঝে সোনিকে ব্যবহার করবেন। যেহেতু আইজলের বিপক্ষে গোল করেছেন তাই সোনির মন থেকে সংশয় অনেকটা দূর হয়েছে। প্রথম একাদশে আজ ঢুকতে চলেছেন গোলকিপার শিল্টন পাল। ডার্বির পর যাঁকে প্রায় ব্রাত্য করে রাখা হয়েছিল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement