স্টাফ রিপোর্টার: একদা মিত্ররাই আজ মোহনবাগানের সবচেয়ে বড় শত্রু। কোচ স্ট্যানলি রোজারিও, ক্রোমারা একসময় বাগানের হয়ে লড়াই করেছেন। সেই তাঁরাই আজ কিনা মোহনবাগানকে শূন্য হাতে মাঠ ছাড়া করতে মরিয়া। গত দু’টি ম্যাচে এগিয়ে গিয়েও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি খালিদ জামিলের দল। রক্ষণের দুর্বলতা বড্ড বেশি প্রকট হয়েছে। তাই খালিদের লক্ষ্য, আজ তিন পয়েন্ট।
সোনি, ডিকাদের রোখার প্রধান ভরসা হলেন কাসাগা, করিম। একদা আই লিগ চ্যাম্পিয়ন পাহাড়িদের মুখে হাসি ফোটাতে পারেন এই দু’জন। সম্ভব হবে কি? কোচ খালিদ জামিল জানিয়ে দিলেন, “আক্রমণাত্মক খেলা আমরা খেলব। যেভাবেই হোক জিতে মাঠ ছাড়তে চাইছি।” আইজলের হাতে আই লিগ তুলে দেওয়া খালিদ জানাচ্ছেন, দুই পাহাড়ি ফুটবলার উইলিয়াম, কিমকিমাকে প্রয়োজনে নামাবেন। স্ট্যানলি রোজারিও কোচ হয়ে আসার পর চারটে ম্যাচ খেলেছে আইজল। গত ম্যাচে মিনার্ভাকে হারানো ছাড়া আর জিততে পারেনি। তবে, শেষ ম্যাচে জয়ে ফেরায় দলের মধ্যে হারানো মনোবল ফিরে এসেছে।
এদিকে, সোনি নর্ডি, দিপান্ডা ডিকাদের হারানো তাগিদ ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন খালিদ জামিল। মোহনবাগান কোচ বুঝে গিয়েছেন, বাড়তি তাগিদ ফুটবলারদের মধ্যে যদি না আসে তাহলে সুপার কাপে খেলাও অনেকটাই অনিশ্চিত হয়ে যাবে। আইজল ম্যাচ জিততে না পারলে মোহনবাগান লিগ টেবিলে আরও পিছিয়ে পড়তে পারে। তাই ফুটবলারদের নতুন করে চাগাতে চাইছেন মোহনবাগান কোচ। দু’বছর আগে আইলিগ পাওয়া আইজল এফসি অবশ্য অতীতের ছায়া। বর্তমান এই দলটি খুব একটা ভাল খেলছে বলা যাবে না। ১৫টি ম্যাচ খেলে যাদের পয়েন্ট এখন ১৪। লিগ টেবিলে তাদের অবস্থান ৮ নম্বরে। সেখানে মোহনবাগান ১৬ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠস্থানে দাঁড়িয়ে।কিন্তু তিন পয়েন্ট তুলতে না পারলে, এই ষষ্ঠ স্থানটিও টলমল হয়ে যেতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.