সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন খারাপের ১৬ আগস্ট। ১৯৮০ সালের ১৬ আগস্ট ইস্টবেঙ্গল-মোহনবাগান (East Bengal vs Mohun Bagan) ম্যাচকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ইডেন গার্ডেন্স। ঘটেছিল মর্মান্তিক এক দুর্ঘটনা। বড় ম্যাচ দেখতে গিয়ে অকালে ঝরে গিয়েছিল ১৬টি তাজা প্রাণ। তাঁদের পরিবারের জন্য বড় উদ্যোগ নিল মোহনবাগান। ডার্বি ম্যাচ দেখতে গিয়ে যে ১৬ জন ফুটবলপ্রেমী ১৯৮০ সালের ১৬ আগস্ট অকালে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছিলেন, তাঁদের পরিবারের একজন সদস্যকে ক্লাবের মেম্বারশিপ কার্ড দেওয়া হবে বলে স্থির করেছে মোহনবাগান।
এখনকার ডার্বি ম্যাচ। সেই সময়ে বলা হত বড় ম্যাচ। ১৬ আগস্টের সেই বড় ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেন্সে। অপ্রীতিকর ঘটনা ঘটেছিল দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে। বল দখলের লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মাঠ। তার রেশ ছড়িয়ে পড়ে গ্যালারিতে। পরিস্থিতি আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
সেই দুঃখজনক ঘটনার পরে কেটে গিয়েছে ৪৩ বছর। ১৬ আগস্টের স্মৃতি এখনও কাঁদায় কলকাতা ময়দানকে। এখনও দিনটা কালো অধ্যায় হিসেবেই পরিচিত ভারতীয় ফুটবলে। সেই ১৬ জন প্রয়াত ফুটবলপ্রেমীর পরিবারের হাতে সদস্য কার্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল মোহনবাগান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.