স্টাফ রিপোর্টার: দু’দিন আগেও মনে হচ্ছিল, মার্চের প্রথম সপ্তাহের মধ্যে আইএলএল নিয়ে যাবতীয় বিতর্কের সমাধান হয়ে যাবে। কিন্তু মোহনবাগানের বিষয়টি এখনও পর্যন্ত নিষ্পত্তি না হওয়ায় আইএসএল বিডের দিন ঘোষণা করতে পারছে না এফএসডিএল। ফেব্রুয়ারির মধ্যে সেরে ফেলার চেষ্টা চলছে। এখন যা অবস্থা তাতে সব কিছু মিটতে মার্চের প্রথম সপ্তাহ হয়ে যাবে। তার মধ্যেই এফএসডিএল আর ফেডারেশন মিলে এমন দুটি সিদ্ধান্ত নিতে চলেছে যার বিস্তৃত প্রভাব পড়বে ভারতীয় ফুটবলে। এমনটাই আশা সকলের।
প্রথমটি, জাতীয় সিনিয়র দলের কোচ চেয়ে বিজ্ঞাপন দেবে ফেডারেশন। দ্বিতীয়টি, আইএসএলে নতুন দল চেয়ে বিডের দিন ঘোষণা করবে এফএসডিএল। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ পথ মসৃণ হবে না কণ্টকময়, তা নির্ভর করবে দুটি সিদ্ধান্ত ঘোষণার পর। জাতীয় সিনিয়র দলের খেলা বলতে জুনে থাইল্যান্ডে চার দলীয় ‘কিংস কাপ।’ স্টিফেন কনস্ট্যানটাইন জমানা শেষ হওয়ার পর সিনিয়র জাতীয় দলের কোচ নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না ফেডারেশন। এপ্রিলের শেষ অথবা মে’র শুরুর দিকে নতুন কোচের নাম জানা যাবে। এ মাসের শেষে অথবা মার্চের শুরুতে সিনিয়র দলের নতুন কোচ চেয়ে বিজ্ঞাপন দেবে ফেডারেশন। নতুন কোচ বাছার ক্ষেত্রে ভাল প্রোফাইলের পাশাপাশি তাঁর বেতনের দিকটাও মাথায় রাখছেন কর্তারা। তবে আবেদন করা কোচদের মধ্য থেকে যে জাতীয় কোচ নির্বাচন করা হবে, তাও নয়। ফেডারেশনের বাজেটের মধ্যে ভাল কোচের সন্ধান পাওয়া গেলে কর্তারা সরাসরি যোগাযোগ করবেন। এটাও ঘটনা, জাতীয় কোচের পদে বিদেশিই থাকবেন। সহকারী হিসেবে ভেঙ্কটেশের নাম শোনা যাচ্ছে।
এদিকে, ইস্টবেঙ্গল-মোহনবাগান সামনের আইএসএল খেলবে কি খেলবে না, তার মধ্যে ঢুকতে চাইছে না ফেডারেশন। তাঁরা নজর রাখছেন বাংলার দুই ক্লাবের সিদ্ধান্ত উপর। তবে কর্তারা আশাবাদী, মার্চের প্রথম সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে। সঞ্জীব গোয়েঙ্কার আরপিজির সঙ্গে গাঁটছড়া বাঁধলে নতুন করে বিড পেপার তুলতে হবে না বাগানকে। সঞ্জীব গোয়েঙ্কা আইএসএল খেলার জন্য আগেই ১৫ কোটি দিয়ে বসে আছেন। কিন্তু মোহনবাগান এখনও সিদ্ধান্ত নিতে পারেনি, সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানির সঙ্গে তারা চুক্তি করবেন কি না। তাদের দাবি, একলা চলার। কীভাবে সম্ভব? এসব নিয়েই জট। যা এখনও খোলেনি। মনে হচ্ছে, মার্চের প্রথম সপ্তাহের মধ্যে তা খুলে যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.