Advertisement
Advertisement

Breaking News

স্বাধীনতা দিবসে ডিকা-কিংসলে যা করলেন, জানলে গর্বিত হবেন

এদিকে ইস্টবেঙ্গল-টালিগঞ্জ ম্যাচের রিপ্লের দিন ঘোষণা আইএফএর।

Mohun Bagan footballers attend practice on Independence Day
Published by: Sulaya Singha
  • Posted:August 15, 2018 8:04 pm
  • Updated:August 15, 2018 8:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেতে স্বাধীনতা দিবস, তার উপর ক্লাবের জন্মদিন। তা সত্ত্বেও ছাত্রদের ছুটি দেননি মোহনবাগান কোচ শংকরলাল চক্রবর্তী। বুধবারও তাই অনুশীলনে নেমেছেলিনে শিল্টনরা।

কলকাতা লিগে দারুণ ছন্দে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তিন ম্যাচে ন’পয়েন্ট পকেটে পুরে তালিকার শীর্ষে দল। বৃহস্পতিবার শক্তিশালী প্রতিপক্ষ পিয়ারলেস। তাই ফুটবলারদের ছুটি দিয়ে ফোকাস নষ্ট করতে চাননি কোচ। সেই কারণেই অন্যান্য দিনের মতোই চলল প্র্যাকটিস। তবে মোহনবাগান মাঠে নয়, এদিন সল্টলেকের প্র্যাক্টিস গ্রাউন্ডে হয় অনুশীলন। প্র্যাকটিসে দেখা গেল অবিনাশ রুইদাসের হ্যামস্ট্রিংয়ে বরফ বাঁধা। যদিও শংকরলাল জানালেন, ফুটবলাররা ফিট। দলে চোট-আঘাতের কোনও সমস্যা নেই। তবে বিশ্বজিৎ ভট্টাচার্যের পিয়াসলেসের বিরুদ্ধে যে তিনি কতটা সতর্ক তা তাঁর কথা থেকেই স্পষ্ট। বাগান কোচ বললেন, “ওদের দলে বেশ কিছু ভাল খেলোয়াড় আছে। তাই আমরা একটু সতর্ক।” পরপর জয়ের কারণে ছেলেরা যাতে আত্মতুষ্টিতে না ভোগেন, সেদিকেও কড়া নজর কোচের।

Advertisement

[স্বাধীনতা দিবসে সম্প্রীতির বার্তা দিলেন বিরাট, আবেগপ্রবণ পোস্ট শচীনের]

এদিন ড্রেসিংরুমে দেশাত্মবোধক গান চালিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেন ফুটবলাররা। তবে এদিন প্র্যাকটিস শেষে বেশি করে নজর কাড়লেন ডিকা, কিংসলেরা। কারণ বেরনোর সময় ভারতের জাতীয় পতাকা হাতে ছবি তুলতে দেখা গেল বাগানের এই বিদেশি তারকাদের। চলতি লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন ডিকা। পরের ম্যাচেও নিজের সেরাটা উজার করে দিতে চান তিনি। তবে ব্যক্তিগত রেকর্ড তৈরির থেকে দলকে জেতাতেই বেশি আগ্রহী তিনি।

এদিকে বৃষ্টির কারণে ভেস্তে যাওয়া ইস্টবেঙ্গল-টালিগঞ্জ ম্যাচের পরিবর্তিত সূচি প্রকাশ করল আইএফএ। আগামী ২২ আগস্ট হবে কলকাতা লিগের সেই ম্যাচটি। খেলা হবে বিকেল সাড়ে চারটেতেই। গত ৩ আগস্ট দুই দল মুখোমুখি হয়েছিল। কিন্তু প্রবল বৃষ্টির কারণে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন রেফারি।

[জাস্টিনের জোড়া গোলেই বাজিমাত, পাঠচক্রকে হারিয়ে জয়ের সরণিতে ইস্টবেঙ্গল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement