Advertisement
Advertisement
Mohun Bagan

মোহনবাগান দিবসের অনুষ্ঠান হবে দু’দিন ধরে, সবুজ-মেরুন তাঁবুতে চাঁদের হাট

শতাধিক প্রাক্তন ফুটবলার আসতে পারেন মোহনবাগান দিবসে।

Mohun Bagan Day will continue for two days । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 11, 2023 10:42 am
  • Updated:July 11, 2023 10:42 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মোহনবাগান দিবস’ (Mohun Bagan Day) উপলক্ষে ২৯ জুলাই ক্লাব তাঁবুতে জমজমাট অনুষ্ঠান গত কয়েক বছর ধরেই সমর্থকদের অন্যতম আকর্ষণ। আর এবার সেই অনুষ্ঠান একদিনের নয়, হবে দু’দিন ধরে। অর্থাৎ, ২৯ জুলাইয়ের পাশাপাশি অনুষ্ঠান হবে ৩০ জুলাইও।

প্রথমদিন হবে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। বিভিন্ন পুরস্কার দেওয়া সহ অন্যান্য অনুষ্ঠান হবে দ্বিতীয়দিন।

Advertisement

সোমবার ক্লাব তাঁবুতে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন কর্তারা। বৈঠক শেষে ক্লাব সচিব দেবাশিস দত্ত বললেন, “এবার ২৯ জুলাই মহরম। তাই আমরা দু’দিন ধরে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমদিন দুপুরে প্রাক্তনদের ম্যাচ হবে। বাকি পুরস্কার বিতরণী সহ অন্যান্য কর্মসূচি ৩০ জুলাই সন্ধ্যায় হবে।”

[আরও পড়ুন: ‘ও অনেকটা মাদকের মতো’, কার সম্পর্কে এমন কথা বললেন ধোনি?]

 

ক্লাব সূত্রে খবর, এবছরও মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন ‘অমর একাদশের’ সদস্যদের উত্তরসূরিরা। গতবার থেকেই তাঁদের মঞ্চে রাখা শুরু হয়েছে। পাশাপাশি ফুটবল, ক্রিকেট আর হকিতে সাফল্যের আবহে এবার মোহনবাগান দিবসের অনুষ্ঠানে আরও বেশি সমর্থক যোগ দেবেন বলে মনে করছেন ক্লাব কর্তারা।

পাশাপাশি শতাধিক প্রাক্তন ফুটবলার আসবেন বলেই দাবি করা হচ্ছে। তবে মোহনবাগান রত্ন, জীবনকৃতি বা বিভিন্ন বিভাগের বর্ষসেরা পুরস্কার কারা পাবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। ১৫ জুলাই কার্যনির্বাহী সমিতির সভায় তা ঠিক হবে বলেই খবর।

অন্যদিকে, ২৯ জুলাই ক্লাব তাঁবুতে মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী প্রকাশিত হবে। তার আগে ২০ জুলাই মোহনবাগানের প্রাক্তন সচিব প্রয়াত অঞ্জন মিত্রের জন্মদিনে তাঁর নামাঙ্কিত ক্লাবের মিডিয়া সেন্টার উদ্বোধন করা হবে। আগেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাবের কার্যনির্বাহী সমিতি।

[আরও পড়ুন: আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির কোচ হতে পারেন জাস্টিন ল্যাঙ্গার, জেনে নিন কোন দল?]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement