সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসির দলের চ্যাম্পিয়ন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের (Emiliano Martinez) সামনে খেলবেন হেমন্ত ডোরা, শিল্টন পাল, দীপেন্দু বিশ্বাস, শংকরলাল চক্রবর্তীরা।
৪ জুলাই অর্থাৎ মঙ্গলবার মোহনবাগান ক্লাবে আসছেন আর্জেন্টাইন গোলকিপার। এই শহর কলকাতার আবেগ ছুঁতে পারবেন তিনি। তাঁর সামনেই ফ্রেন্ডশিপ কাপের ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান অল স্টারস (Mohun Bagan All Stars) ও কলকাতা পুলিশ কমিশনার অল স্টারস।
মোহনবাগান অল স্টারস দল ঘোষণা করে দিল মোহনবাগান। সেই দলের কোচ মানস ভট্টাচার্য ও সত্যজিৎ চট্টোপাধ্যায়। দলে রয়েছেন হেমন্ত ডোরা, শিল্টন পাল, দীপেন্দু বিশ্বাস, শেখ আজিম, হুসেন মুস্তাফি, দুলাল বিশ্বাস শংকরলাল চক্রবর্তী, রিয়াজুল মুস্তাফা, বিশ্বনাথ মণ্ডল, বাসুদেব মণ্ডল, অমিত দাস, ডেনসন দেবদাস, সঞ্জয় মাজি, অলোক দাস, গৌতম ঘোষ, সৌমিত্র চক্রবর্তী, দেবজিৎ ঘোষ, হাবিবুর রহমান।
ঢাকা হয়ে কলকাতায় আসছেন এমিলিয়ানো মার্টিনেজ। ৪ জুলাই মোহনবাগানের পেলে-মারাদোনা-সোবার্স গেট উদ্বোধন করবেন বিশ্বখ্যাত আর্জেন্টাইন গোলকিপার। অতীতে এই মোহনবাগান মাঠেই ১১ মিনিটের জাদু দেখিয়ে গিয়েছিলেন দিয়েগো মারাদোনা। এবার ঐতিহ্যের মোহনবাগানে আসছেন আরেক আর্জেন্টাইন। এমিলিয়ানো মার্টিনেজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.