Advertisement
Advertisement

Breaking News

Mohit Sharma IPL

দুঃস্বপ্নের দুটো ডেলিভারি কেড়েছে রাতের ঘুম, ভেঙে পড়েছেন মোহিত শর্মা

শেষ দু' বলে ট্র্যাজিক নায়ক মোহিত, নায়ক জাদেজা।

Mohit Sharma spent sleepless nights after IPL final । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:May 31, 2023 1:10 pm
  • Updated:May 31, 2023 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হতে পারতেন নায়ক। কিন্তু দিনের শেষে তিনি ট্র্যাজিক নায়ক হয়েই থেকে গেলেন। তিনি মোহিত শর্মা (Mohit Sharma)।
এখন রাতের ঘুম গিয়েছে তাঁর। হারের ক্ষতে এখনও প্রলেপ পড়েনি। নিরন্তর ভেবেই চলেছেন, আর কী করতে পারতেন তিনি! মনে উঠছে প্রশ্নের ঝড়। কিন্তু উত্তর খুঁজে পাচ্ছেন না মোহিত শর্মা।

শেষ ওভারের প্রথম চারটি বল ইয়র্কার দিয়েছিলেন। শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজা মারমুখী হওয়ার সুযাগ পাননি। কিন্তু শেষ দু’ বল হিসেব গুলিয়ে দেয়। সব এলোমেলো করে দেয়। ভেস্তে যায় পরিকল্পনা।

Advertisement

[আরও পড়ুন:মাহেন্দ্রক্ষণে আবেগের গ্রাসে ‘সন্ন্যাসী রাজা’]

জেতার জন্য গুজরাট টাইটান্সের (GT) শেষ দু’ বলে দরকার ছিল ১০ রান। পঞ্চম বলে ছক্কা মারেন জাদেজা। শেষ বলে জেতার জন্য প্রযোজন ছিল চার। জাদেজা বাউন্ডারি মেরে জয় এনে দেন। তার পর থেকে রাতের ঘুম উড়েছে মোহিতের। চিন্তা গ্রাস করেছে তাঁকে। মোহিত বলছেন, ”আমি ঘুমোতেই পারছি না। ভাবছি আলাদা কী করলে ম্যাচটা জেতা যেত। কী ধরনের ডেলিভারি করতে পারতাম, এসব চিন্তাই মাথায় ঘুরপাক খাচ্ছে। মোটেও ভাল অনুভূতি নয়। তাল কেটে গিয়েছে। কিন্তু চেষ্টা করছি এগিয়ে চলার।”

ম্যাচের শেষে মোহিতকে কাঁদতে দেখা গিয়েছে। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ১৩ রান। এরকম পরিস্থিতিতে অতীতেও বল করেছেন। নেটেও এই ধরনের পরিস্থিতি তৈরি করে অনুশীলন করেছেন। সোমবারের ফাইনালে মোহিত একসময়ে গুজরাট টাইটান্সকে ম্যাচে ফিরিয়েছিলেন। রায়ডু আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন। মোহিতকে দুটো ছক্কা ও বাউন্ডারি মারেন। সেই মোহিতই ফেরান রায়ডুকে। পরের বলেই ধোনি আউট হন। ম্যাচে ফিরে আসে গুজরাট। মোহিত বলছেন, ”আমি কী করতে চাই সেই দিক থেকে আমি পরিষ্কার ছিলাম। নেটে এই ধরনের পরিস্থিতি তৈরি করে আমি আগেও বল করেছি। সেই কারণে আমি বল চেয়ে নিয়েছিলাম। সবক’টা বল ইয়র্কার করতে চেয়েছিলাম। মন যা বলছিল, সেটাই আঁকড়ে ধরেছিলাম।”

শেষ ওভারের আগে গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হচ্ছিল মোহিতের। তাঁর পরিকল্পনা সম্পর্কে জানতে চান পাণ্ডিয়া। উত্তরে মোহিত বলেছিলেন, ”আমি ইয়র্কার দেওয়ার চেষ্টা করবো। মানুষ এখন নানাধারনের কথা বলছেন, তবে সেগুলোর অর্থ নেই। জাদেজার গোড়ালি লক্ষ্য করে ইয়র্কার দিতে গিয়েছিলাম। তবে বলটা যে জায়গায় পড়েছিল, সেখানে পড়া উচিত ছিল না। ব্যাটে বলে কানেক্ট করে ফেলে জাদেজা।”

তার পরের দৃশ্য ব্যাট উঁচিয়ে দৌড়চ্ছেন জাদেজা। আর মোহিত শর্মা ভেঙে পড়েছেন হতাশায়। 

[আরও পড়ুন: ‘গঙ্গাজিকে দিতে গিয়ে কৃষক নেতাকে পদক…’, কুস্তিগিরদের নিয়ে মুখ খুললেন ব্রিজভূষণ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement