মহামেডান স্পোর্টিং – ২ (ডোডোজ, মনবীর )
ইউনাইটেড স্পোর্টিং – ২ (ব্রাউন , মনতোষ )
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের ম্যাচে বহু চেষ্টা করেও জিততে পারল না মহামেডান স্পোর্টিং৷ ভাল খেলেও ইউনাইটেড স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল তাদের৷ এই ম্যাচের আগে তালিকায় প্রথমদিকেই ছিল মহামেডান, অন্যদিকে তালিকার বেশ নিচেই ইউনাইটেড স্পোর্টিং ক্লাব৷
আজকের খেলার প্রথমার্ধের নির্ধারিত সময়ে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধে প্রথম জালে বল জড়ায় মহামেডান স্পোর্টিং৷ মহামেডানের হয়ে গোল করেন ডোডোজ৷ তার খানিকক্ষণের মধ্যেই ফের মহামেডানের হয়ে গোল করেন মনবীর৷ দ্বিতীয়ার্ধের দ্বিতীয় গোল করে কার্যত জয় নিশ্চিত করে ফেলেছিল মহামেডান৷ কিন্তু বাধ সাধল পেনাল্টি৷ সুযোগ হাতছাড়া না করে ইউনাইটেড-এর হয়ে পেনাল্টি থেকে প্রথম গোল করলেন ব্রাউন৷ ব্রাউনের গোলে ব্যবধান কমে কিন্তু কয়েক মিনিটের মধ্যে ইউনাইটেডের হয়ে দ্বিতীয় গোলটি করেন মনতোষ৷ মনতোষের দুর্ধর্ষ গোলে কার্যত জেতার স্বপ্ন ভেঙে যায় মহামেডান স্পোর্টিংয়ের৷
নির্ধারিত সময়ের পর আরও চার মিনিট অতিরিক্ত খেলা হওয়ার পরে ম্যাচের ফলাফল ২-২৷ যদিও এই ড্রয়ের পর এখনও লিগ তালিকায় দ্বিতীয় স্থানেই রইল মহামেডান স্পোর্টিং৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.