Advertisement
Advertisement

আইসিইউ-এ ১৪ মাসের মেয়ে, তবু বল হাতে দাপট শামির

ইডেন টেস্টের দ্বিতীয় দিন জ্বরে কাবু হয়ে পড়ে শামির মেয়ে আইরা৷

Mohammed Shami's daughter was in ICU, when he was playing for India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 5, 2016 8:46 pm
  • Updated:October 5, 2016 8:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার মৃত্যু তাঁকে দুর্বল করেনি৷ বরং সাহস দিয়েছিল নতুন করে লড়াই করার৷ যে লড়াইয়ে সফল হয়েছিলেন শচীন তেণ্ডুলকর৷ বাবার মৃত্যুর খবর পেয়েও বাইশ গজ থেকে বিরতি নেননি বিরাট কোহলি৷ বাকিটা ইতিহাস৷ তেমনই বাইশ গজের প্রতি ভালবাসা আর কাজের প্রতি নিষ্ঠার প্রমাণ দিলেন মহম্মদ শামি৷

চোট সারিয়ে দীর্ঘদিন পর টেস্টে ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বল হাতে দেখা দেন বাংলার পেসার৷ দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়ার জয়ের নেপথ্যে তাঁর অবদানও কম নয়৷ ছ’টি উইকেট ঝুলিতে ভরেছিলেন তিনি৷ ভাবছেন তো, এ আর এমন কী? কিন্তু ঘটনা হল, ইডেনে যখন দুরন্ত পেসে কিউয়ি ব্যাটসম্যানদের প্যাভিলিয়নের রাস্তা দেখাচ্ছিলেন শামি, তখন আইসিইউ-তে জীবনের সঙ্গে লড়াই চালাচ্ছিল তাঁর ১৪ মাসের কন্যা সন্তান৷

Advertisement

ইডেন টেস্টের দ্বিতীয় দিন জ্বরে কাবু হয়ে পড়ে শামির মেয়ে আইরা৷ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার৷ সঙ্গে সঙ্গে তাকে কলকাতার এক হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়৷ দ্বিতীয় দিনের খেলা শেষ হলে শামিকে মেয়ের অসুস্থতার খবর দেওয়া হয়৷ পরের দু’দিন তাঁর উপর যে মানসিক চাপের ঝড় বয়ে গিয়েছিল, তা শামি ভক্তরাও টের পাননি৷ সেই পরিস্থিতিতেও কিউয়ি টেল-এন্ডারদের উইকেট তুলে নিয়ে ভারতকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছিলেন বাংলার পেসার৷ রোজ খেলার শেষে হাসপাতালে মেয়েকে দেখে আবার টিম হোটেলে ফিরতেন তিনি৷ কিন্তু নিজের পারফরম্যান্সে টেনশনের ছাপ পড়তে দেননি৷ শামি জানালেন সেই চাপের মুহূর্তে তাঁকে ভরসা দিয়েছিলেন ক্যাপ্টেন কোহলি৷ শামি বলেন, “হাসপাতাল থেকে ফেরার পর অধিনায়কের সঙ্গে কথা হত৷ কোহলি আমায় দারুণ অনুপ্রেরণা দিত৷ তাই ওকে আমি ধন্যবাদ জানাতে চাই৷ সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমার সতীর্থদেরও যারা সবসময় আমার পাশে থেকেছে৷ বলেছে, মেয়ে সুস্থ হয়ে উঠবে৷” গত সোমবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আইরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement