সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ শামি ও তাঁর পরিবারের উপর লাগাতার আক্রমণ করে চলেছেন স্ত্রী হাসিন জাহান। তাঁকে দোষী সাব্যস্ত করতে আদালতের দ্বারস্থও হয়েছেন তিনি। শামি ও তাঁর শ্বশুরবাড়ির লোকজনদের গ্রেপ্তার করা হোক। এমনটাই চান হাসিন। শুধু তাই নয়, প্রকাশ্যে শামিকে মারধর করা হোক। এমন বিস্ফোরক কথা বলতেও দ্বিধা করেননি। এমন পরিস্থিতিতে হাসিনের আনার অভিযোগের পালটা দিল শামির পরিবার। বাড়ির ছেলের পাশে দাঁড়িয়ে হাসিনের পর্দাফাঁস করলেন শামির আত্মীয়।
মহম্মদ শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে পরকীয়া, গোপনে চ্যাট, শারীরিক অত্যাচার, এমনকী ধর্ষণেরও অভিযোগ তুলেছেন স্ত্রী হাসিন জাহান। শুধু তাই নয়, ম্যাচ গড়াপেটার করেছেন শামি, এমন ইঙ্গিতও দিয়েছিলেন। ঘটনার তদন্তে নেমে উত্তরপ্রদেশের আমরোহায় শামির বাড়িতে পৌঁছেছিল কলকাতা পুলিশ। এবার হাসিনের বিরুদ্ধে অভিযোগ তুললেন শামির আত্মীয় খুরসিদ আহমেদ। বলছেন, “হাসিন টাকা ছাড়া আর কিছুই বোঝে না। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার শপিং করত। আমরা হাসিনকে অনুরোধ করেছিলাম, ওর আইনজীবী আর ওর সঙ্গে বসে বিষয়টা মিটিয়ে নিতে। কিন্তু ও তাতে রাজি হয়নি। ও শুধু নিজের নামে অনেক সম্পত্তি কিনতে চেয়েছে। তাও যত দ্রুত সম্ভব। কে বলতে পারে, তারপরই ও শামিকে হয়তো ছেড়ে দিত।”
She only wished for money,shopped for lakhs every month. We told her we want to sort it out with her & her lawyer but she wanted properties to be purchased on her name immediately.She might have even got rid of Shami, you never know-Md.Shami’s uncle Khurshid Ahmed on Shami’s wife pic.twitter.com/xVdRNt5SYB
— ANI (@ANI) March 20, 2018
এর আগেও এমন একটি তথ্য সামনে এসেছিল। জানা গিয়েছিল, উত্তরপ্রদেশের আমরোহার এক গ্রামে ৬০ একর জমি কিনেছিলেন শামি। যেখানে তিনি একটি স্পোর্টস অ্যাকাডেমি খুলতে চেয়েছিলেন। কিন্তু হাসিন তেমনটা চাননি। বরং তিনি চেয়েছিলেন সেখানে নিজের জন্য একটি ফার্মহাউস তৈরি করতে। শামিকে সাফ জানিয়েছিলেন, খেলার পিছনে যেন তিনি কোনও খরচ না করেন। আর তিনি যেন এ রাজ্যে সম্পত্তি কেনেন। কিন্তু শামি তা কানে নেননি। আর সেখান থেকেই নাকি ঘটনার সূত্রপাত। এবার শামির আত্মীয়র দাবিতে হাসিনের অর্থের চাহিদার কথাই ফের সামনে এল।
এদিকে, শামির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নিজেই মুখ খুলেছেন পাক মডেল আলিশবা। জানিয়েছেন, তিনি শামির ফ্যান মাত্র। তাঁদের মধ্যে কোনও আর্থিক লেনদেন হয়নি। তবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের পর দু’দিনের জন্য ভারতীয় পেসার যে দুবাই গিয়েছিলেন, সে কথা নিশ্চিত করেছে বিসিসিআই। বোর্ডের তরফে কলকাতা পুলিশকে জানানো হয়েছে, গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুবাই গিয়েছিলেন শামি। তবে তার সঙ্গে গড়াপেটার কোনও যোগ রয়েছে কিনা, তা স্পষ্ট হয়নি। কিন্তু কোনও পরিস্থিতিতেই মাথা নত করছেন না হাসিন। উলটে শামির গ্রেপ্তারি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা গোটা সংবাদমাধ্যমকে তাঁর পাশে দাঁড়াতে আরজি জানাচ্ছেন তিনি। হাসিনের দাবি, আলিশবা মিথ্যে কথা বলছেন। তিনি শুধু তাঁর ফ্যান নন, আরও বেশি কিছু। সেই কারণেই পরিবারকে না জানিয়ে ওর সঙ্গে দুবাইয়ে একই ঘরে ছিলেন শামি। বলছেন, “ওই মহিলা আমাদের বিয়েটা ভাঙতে চেয়েছিল। আমার স্বামীও তাতে অবশ্য বাধা দেয়নি। আমি চাই প্রকাশ্যে শামিকে মারধর করা হোক। এ কাজে আপনারাও আমার পাশে থাকুন। ওদের বাড়ির সবাইকে যেন গ্রেপ্তার করা হয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.