সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী হাসিন জাহানের পোশাক নিয়ে ভারতীয় পেসার মহম্মদ শামিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল তাঁর ভক্তরা৷ কিন্তু শামির সামনে তাদের ক্ষোভ ধোপে টিকল না৷ বাইশ গজে যেভাবে তাঁর পেস ধাক্কায় ব্যাটসম্যানরা ক্লিন বোল্ড হন, তেমনভাবেই যোগ্য জবাব দিয়ে সমাচোলকদের মুখ বন্ধ করে দিলেন৷
ঘটনার সূত্রপাত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ছবি পোস্ট করা নিয়ে৷ সম্প্রতি স্ত্রী হাসিন জাহানের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন শামি৷ ছবিতে মেরুন রঙের স্লিভলেস পোশাকে দেখা গিয়েছিল হাসিনকে৷ আর এতেই আপত্তি তোলে মুসলমান সম্প্রদায়ের বেশ কিছু মানুষ৷ সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা করা হয় ভারতীয় পেসারের৷ স্ত্রীর কী ধরনের পোশাক পরা উচিত, সে বিষয়ে অনেকে শামিকে পরামর্শও দেয়৷ তাদের মতে, মুসলমান সম্প্রদায়ের মহিলাদের এ ধরনের পোশাক শোভা দেয় না৷ এমনকী হাসিন আদৌ মুসলমান কি না, তা নিয়েও প্রশ্ন তুলে দেয় নেটিজেনের একাংশ৷ সোমবার সেই সমালোচনাকে বোল্ড করে দিলেন তিনি৷ নিজের টুইটার অ্যাকাউন্টে ওই একই পোশাকে স্ত্রীর ছবি পোস্ট করলেন৷ ছবিতে সঙ্গে রয়েছে শামির মেয়েও৷ লিখেছেন, “সকলেরই জীবনে ঘর জোটে না৷ কিছু সৌভাগ্যবানই এর মালিক হতে পারে৷ জ্বলতে থাকো৷ এরা দু’জন আমার জীবন এবং জীবনসঙ্গী৷ কী করতে হবে না হবে আমি খুব ভালভাবে জানি৷ আমাদের নিজের অন্তরে উঁকি মেরে দেখা উচিত, আমরা কতটা ভাল৷”
Very good morning 😘
Har kisi ko jindagi mai mukam ni milta, kuch kismat wale hi hote hai jinhe ye nasib hota hai.!.jalteee rahooooo…— Mohammed Shami (@MdShami11) December 26, 2016
Ye dono meri zindage or life partner hai me acha trha janta hu kiya karna hai kiya nahi.hame apne andar dekhna chahiye ham kitna accha hai.👉
— Mohammed Shami (@MdShami11) December 26, 2016
শামির এই জবাবের পাশে দাঁড়িয়েছে তাঁর অগণিত ভক্ত৷ বাংলার বোলারের টুইটের উত্তরে তারা লিখেছেন, “এক্কেবারে ঠিক বলেছেন৷ জীবনে অনেক উন্নতি করুন৷” আরেকজন লিখেছেন, “আপনার স্ত্রীকে নিয়ে আপনি কী সিদ্ধান্ত নেবেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়৷”
Beautiful moments pic.twitter.com/IHzOek43hG
— Mohammed Shami (@MdShami11) December 25, 2016
একই ইস্যুতে শামির পাশে দাঁড়িয়েছেন মহম্মদ কাইফও৷
The comments are really really Shameful.
Support Mohammed Shami fully.
There are much bigger issues in this country. Hope sense prevails. pic.twitter.com/dRJO5WfOgU— Mohammad Kaif (@MohammadKaif) December 25, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.