Advertisement
Advertisement

স্ত্রীর পোশাক নিয়ে ভক্তদের ক্ষোভের মুখে শামি

এবার সেই হীনমন্য মানুষদের রোষের শিকার হলেন মহম্মদ শামি৷

Mohammed Shami faces controversy for posting image with his wife
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 25, 2016 6:37 pm
  • Updated:December 25, 2016 6:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবিংশ শতকে দাঁড়িয়ে বায়ুসেনায় যোগ দিচ্ছেন মহিলারা৷ অলিম্পিকের মঞ্চ থেকে দেশকে পদক এনে দিচ্ছেন মহিলারা৷ এমনকী সব প্রতিকূলতা পেরিয়ে মহাকাশেও পাড়ি দিচ্ছেন তাঁরা৷ অথচ আধুনিক সভ্য জগতে সমাজের কিছু পুরুষ নারীদের এখনও পর্দার আড়ালে দেখতেই অভ্যস্ত৷ চার দেওয়াল থেকে বেরিয়ে বাহির বিশ্বে মহিলাদের সাফল্য তাদের পুরুষ দম্ভে সজোরে আঘাত করে৷ এমনকী নারীরা কী ধরনের পোশাক পরবেন, তাও ঠিক করে দেবে সেই পুরুষরা৷ দেশ-দুনিয়া এগোলেও তাদের মানসিকতায় কোনও পরিবর্তন ঘটে না৷ এবার সেই হীনমন্য মানুষদের রোষের শিকার হলেন মহম্মদ শামি৷

shami1-1482643698-800

Advertisement

কী করলেন তিনি? স্ত্রী হাসিন জাহানের সঙ্গে একটি ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছিলেন৷ ছবিতে মেরুন রঙের স্লিভলেস পোশাকে দেখা গেল হাসিনকে৷ আর এতেই আপত্তি তুলেছে মুসলমান সম্প্রদায়ের বেশ কিছু মানুষ৷ ছবিটি পোস্ট করার পর থেকেই শুরু হয়ে যায় শামির সমালোচনা৷ স্ত্রীর কী ধরনের পোশাক পরা উচিত, সে বিষয়ে অনেকে ভারতীয় পেসারকে পরামর্শও দিয়েছে৷ একজন লিখেছে, “আপনার স্ত্রী আদৌ মুসলিম কি না, সন্দেহ আছে৷ আল্লাকে ভয় পান৷” অন্য একটি কমেন্টে খেলা, “শামি আপনি নিজে মুসলমান৷ আপনি খুব ভালভাবে জানেন বাড়ির মহিলাদের কীভাবে রাখা উচিত৷ এসব আপনাকে শোভা দেয় না৷” আরেকজনের প্রশ্ন, “আপনার লজ্জা করে না?” এভাবেই বাক্যবানে বিদ্ধ হয়েছেন শামি৷ ফ্যানদের এমন চেহারা দেখে যে বাংলার পেসার হতাশ হলেন তা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না৷

comments

তবে তারকাদের ভারচুয়াল দেওয়ালে এ ঘটনা নতুন নয়৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন শাটলার জুয়ালা গুট্টা৷ তাঁর সেই ছবি নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল৷ খেলার দুনিয়ার তারকাদের এমন পোশাক পরা উচিত নয় বলে সরব হয়েছিল নেটিজেনরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement