Advertisement
Advertisement
Mohammed Shami

‘এর বেশি আমার আর কী করার আছে…’, হঠাৎ কেন এমন প্রশ্ন মহম্মদ শামির?

২০২৩ বিশ্বকাপে বল হাতে আগুন জ্বালিয়েছেন শামি।

Mohammed Shami expresses-his-confusion to bench him in 2019 World Cup

মহম্মদ শামি।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 20, 2024 9:59 am
  • Updated:July 20, 2024 1:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ শামি (Mohammed Shami) বোলিং অনুশীলন শুরু করেছেন নেটে। পুরোদস্তুর সুস্থ হননি তিনি। নেটে বোলিং শুরু করলেও আগের সেই ছন্দ ফিরে পেতে এখনও বেশ খানিকটা সময় লাগবে তাঁর। এই বর্তমানে থাকলেও শামি ফিরে যাচ্ছেন অতীতে। কিছু সিদ্ধান্তের যুক্তিগ্রাহ্য কারণ এখনও খুঁজে পান না শামি।  ২০১৯ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে ডাগ আউটে বসিয়ে রাখা হয়েছিল। সেই সিদ্ধান্তে এখনও তিনি বিভ্রান্ত। এক ইউটিউব শোয়ে শামি সেই পুরনো অধ্যায় তুলে ধরেছেন।
স্মৃতি রোমন্থন করে বাংলার পেসার বলছেন, ”২০১৯ সালের বিশ্বকাপে আমি প্রথম ৪-৫টা ম্যাচ খেলিনি। আমি হ্যাটট্রিক করে বিশ্বকাপ শুরু করি। পাঁচ উইকেট দখল করি, পরের ম্যাচে আবার চারটি উইকেট নিই। ২০২৩ সালেও একই ঘটনা ঘটে। প্রথম কয়েকটি ম্যাচে আমি খেলিনি। পাঁচটি উইকেট নেওয়ার পরের ম্যাচে চারটি উইকেট এবং পরের ম্যাচে পাঁচটি উইকেট দখল করি।” 

[আরও পড়ুন: সামনে ইউনাইটেড স্পোর্টস, জয় আর ভালো ফুটবলই আজ লক্ষ্য মহামেডানের]

Advertisement

২০২৩ বিশ্বকাপে শামি সাতটি ম্যাচে ২৪টি উইকেট দখল করেন। ২০১৯ বিশ্বকাপের প্রসঙ্গ উত্থাপ্পন করে শামি বলেন, ”তিনটি ম্যাচে আমি ১৩টি উইকেট দখল করি। এর থেকে বেশি আর কি প্রত্যাশা করা যায় আমার থেকে?” ২০১৯ বিশ্বকাপে বেশ ভালো পারফরম্যান্স করলেও শামিকে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগ আউটে বসে থাকতে হয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে শামির অনুপস্থিতি ভোগায় ভারতীয় দলকে। কিউয়িদের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ভারত। তাঁকে কেন বাদ দেওয়া হয়েছিল, তা নিয়ে এখনও তিনি বিভ্রান্ত। শামি বলেছেন, ”আমার কোনও প্রশ্ন নেই, উত্তরও জানা নেই। সুযোগ পেলে আমি নিজেকে প্রমাণ করতে পারি। আমাকে সুযোগ দেওয়া হয়েছিল, তিনটি ম্যাচে আমি নেমেছিলাম, ১৩টি উইকেট নিয়েছিলাম। নিউজিল্যান্ডের কাছে আমরা হেরে যাই। মোট চারটি ম্যাচ খেলে ১৪টি উইকেট সংগ্রহ করেছিলাম। ২০২৩ সালের বিশ্বকাপে সাতটি ম্যাচে ২৪টি উইকেট নিই।”
২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন বিরাট কোহলি। কোচ রবি শাস্ত্রী। চার বছর পরের বিশ্বকাপে নেতৃত্ব বদলে যায়। বিরাট কোহলির পরিবর্তে ভারতীয় দলের নেতৃত্বের আর্মব্যান্ড পরেন রোহিত শর্মা। কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। শামির দুর্দান্ত বোলিংয়ের পরেও ভারত বিশ্বকাপ ঘরে তুলতে পারেনি।

[আরও পড়ুন: ‘বর্ণবিদ্বেষী কটাক্ষ করতে নিষেধ করেছিল মেসি’, দি পলের মন্তব্যে নতুন বিতর্ক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement