সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ব্যাট হাতে চমকে দিয়েছেন। সুপার ফোরে ভারতকে বলতে গেলে একার হাতেই ছিটকে দিয়েছেন পাকিস্তানের উইকেট রক্ষক। যদিও সুপার ফোরে ম্যাচের সার হন মহম্মদ নওয়াজ। এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টি-টোয়েন্টিতে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছেন রিজওয়ান। নেমে গিয়েছেন তাঁরই অধিনায়ক বাবর আজম (Babar Azam)। ফলে ব্যাটারদের মধ্যে এক ও দুই নম্বরে রয়েছেন পাকিস্তানের দুই ক্রিকেটার।
হংকংয়ের বিরুদ্ধে রিজওয়ান করেন ৭৮ রান। ভারতের বিরুদ্ধে খেলেন ৭১ রানের ইনিংস। রিজওয়ানের সংগ্রহে ৮১৫ পয়েন্ট। বাবার আজম পেয়েছেন ৭৯৪। এশিয়া কাপে বাবর অবশ্য জ্বলে উঠতে পারেননি। তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার আইডেন মারক্রাম। চার নম্বরে ভারতের সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। তাঁর সংগ্রহে ৭৭৫ পয়েন্ট। প্রথম দশ ব্যাটারের মধ্যে সূর্যকুমার ছাড়া আর কেউ নেই ভারতের। সূর্য অবশ্য দেশের ঘরোয়া ক্রিকেটে ক্রাইসিস ম্যান হিসেবে পরিচিত।
হতশ্রী বোলিংয়ে ভারত টানা দুটো ম্যাচ হেরেছে এশিয়া কাপের সুপার ফোরে। ডেথ ওভারে প্রতিপক্ষের ব্যাটারদের আটকে রাখতে পারেননি ভারতীয় বোলাররা। নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি ভুবনেশ্বর কুমাররা। সেই কারণে সেরা দশে নেই কোনও ভারতীয় বোলার। এক নম্বর বোলার হ্যাজলউড। দক্ষিণ আফ্রিকার শামসি রয়েছেন দু’ নম্বরে। তিন ও চারে যথাক্রমে আদিল রশিদ ও রশিদ খান।
অলরাউন্ডারদের ক্রমতালিকায় একনম্বরে মহম্মদ নবি। শাকিব আল হাসান দুই নম্বরে। ভারতের হার্দিক পান্ডিয়া পাঁচে। তিন ও চারে রয়েছেন যথাক্রমে মইন আলি ও গ্লেন ম্যাক্সওয়েল।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.