Advertisement
Advertisement

Breaking News

Hardik Pandya

হার্দিকের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট আফগান তারকা, ভক্তের পোস্ট শেয়ার করেই মুছে দিলেন

জেনে নিন আসল ঘটনা।

Mohammad Nabi is not happy with the decisions of Mumbai Indians captain Hardik Pandya

পাণ্ডিয়াকে পরামর্শ দিলেন তারকা ভারতীয় বোলার। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 19, 2024 5:07 pm
  • Updated:April 19, 2024 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের আফগান তারকা মহম্মদ নবি আলোড়ন তৈরি করলেন। মুম্বই ইন্ডিয়ান্সে তিনি সেভাবে সুযোগ পাচ্ছেন না।
হার্দিক পাণ্ডিয়া তাঁর হাতে বল তুলে দেননি পাঞ্জাব ম্যাচে। আর তার পরই সোশাল মিডিয়ায় নবি ভক্তরা মুম্বই টিম ম্যানেজমেন্ট এবং মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার তীব্র সমালোচনা করেন। পাণ্ডিয়া বল করার সুযোগ দিচ্ছেন না মহম্মদ নবিকে। এক ভক্ত লেখেন, ”ক্যাপ্টেনের কয়েকটা সিদ্ধান্ত অবাক করার মতো লেগেছে। অনেকেই বিস্মিত হয়েছেন। নবি তো আজ বলই করল না।” 

[আরও পড়ুন: দর্শকদের বিদ্রুপের পর এবার বিসিসিআইয়ের শাস্তি, দুঃসময় পিছু ছাড়ছে না হার্দিকের]

আর এক নবি ভক্ত লিখেছেন, ”প্রেসিডেন্ট। গেম চেঞ্জার। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে দুটো ক্যাচ ধরেছেন নবি এবং রান আউট করেছেন।”
আফগান তারকা সেই ভক্তের পোস্ট শেয়ার করেন। কিছুক্ষণের মধ্যেই অবশ্য সেই পোস্ট ডিলিট করে দেন তিনি। আর তার ফলে অনেকেই মনে করছেন, সুযোগ না পাওয়া নবির আসলে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার উপরে অভিযোগ রয়েছে। সেই কারণে ভক্তের পোস্ট দেখামাত্রই শেযার করেন নবি। 
এদিকে বিসিসিআইয়ের কোপে পড়েছেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। বৃহস্পতিবার ম্যাচের পরই বড়সড় শাস্তি পেলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। ম্যাচ জিতেও শাস্তি এড়াতে পারলেন না অধিনায়ক হার্দিক। আইপিএলের আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কারণ পাঞ্জাবের বিরুদ্ধে স্লো ওভার রেটে বল করেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।
চলতি আইপিএলে (IPL 2024) এই প্রথমবার মন্থর ওভার রেটের অভিযোগ উঠল হার্দিকদের বিরুদ্ধে। ১২ লক্ষ টাকা জরিমানা গুনতে হবে তাঁকে। 

Advertisement

[আরও পড়ুন: ‘শুরু হোক ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ’, প্রতিবেশী দেশের বিরুদ্ধে খেলতে মুখিয়ে রোহিত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement