Advertisement
Advertisement

কোহলি সম্পর্কে এই ছিল মহম্মদ আমিরের মনে?

জেনে নিন কী বললেন পাক পেসার?

Mohammad Amir tweets on Virat Kohli, Indian Fans Delighted
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 18, 2017 12:42 pm
  • Updated:July 18, 2017 12:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ভারতের হারের কারণ কী? প্রথম কারণ যদি ভারতীয় ব্যাটসম্যানদের খারাপ ব্যাটিং হয়। দ্বিতীয় কারণ অবশ্যই মহম্মদ আমির। ভারত অধিনায়ক বিরাট কোহলি-সহ দুই ওপেনারকে ফেরান তিনি। কিন্তু সেই আমিরের কাছে এবার ক্রিকেট দুনিয়ার সেরা ব্যাটসম্যানের তকমা পেলেন বিরাট। সম্প্রতি নিজের টুইটারে এক ভক্তের প্রশ্নের উত্তরে একথা জানালেন তিনি।

[শাস্ত্রীর পছন্দেই সিলমোহর, ভরত অরুণই বোলিং কোচ]

ম্যাচ গড়াপেটা কাণ্ডের পর ক্রিকেটের বাইশ গজে যখন ফিরেছিলেন আমির, তখন তাঁকে স্বাগত জানিয়েছিলেন বিরাটও। বলেছিলেন, ‘দেখে খুব ভাল লাগছে যে আমির পুনরায় ক্রিকেট জগতে ফিরে এসেছে। ও নিজের ভুল বুঝতে পেরেছে এবং সেটাকে শুধরে নিয়েছে। ক্রিকেটের মাঠে আমির সবসময় একজন দুর্দান্ত বোলার।’ এরপর ২০১৬ সালে ভারতে টি-২০ বিশ্বকাপের সময় আমিরকে ব্যাটও উপহার দিয়েছিলেন বিরাট। অর্থাৎ মাঠের ভিতরে যতই যুদ্ধের পরিস্থিতি থাক, মাঠের বাইরে একে অপরকে সবসময় সম্মান জানিয়েছেন দু’জনে।

Advertisement

[মানসিক রোগীকে পিটিয়ে ‘খুন’, গ্রেপ্তার সল্টলেকের চিকিৎসক]

ফের একবার সেই উদাহরণই সামনে এল। টুইটারে নিজের ভক্তদের প্রশ্নের উত্তরে আমির জানালেন, জো রুট, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ এবং বিরাট কোহলি সবাই দুর্দান্ত ব্যাটসম্যান। কিন্তু ব্যক্তিগতভাবে তাঁর পছন্দ বিরাটকেই। এর মধ্যেই এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটের উইকেট নাকি আমিরের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে শচীন তেণ্ডুলকরের উইকেট কোনটি তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ? আমিরের সাফ জবাব, ‘দুটোই।’ আমিরের এই উত্তরের পর ভারতীয় ক্রিকেটপ্রেমিরাও টুইটারে পাক পেসারের ভূয়সী প্রশংসা করেন।

 

 

এরপরই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ভূয়সী প্রশংসা করেন এই পাক পেসারের।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement