Advertisement
Advertisement

জর্জ টেলিগ্রাফকে দুরমুশ করল মহামেডান স্পোর্টিং

ম্যাচ বাই ম্যাচ আরও উন্নত খেলা উপহার দিচ্ছেন মহামেডানের তরুণ ফুটবলাররা৷

Mohameddan Sporting thrashes George Telegraph in CFL
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 17, 2016 8:22 pm
  • Updated:August 17, 2016 8:25 pm  

মহামেডান স্পোর্টিং- ৪ (পারমিন্দর সিং ২, অতিন্দর মানি, মনবীর সিং)

জর্জ টেলিগ্রাফ- ১ (রাজীব সাউ)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষণমুখর সন্ধ্যায় গোলের বৃষ্টি বারাসত স্টেডিয়ামে৷ সৌজন্যে মহামেডানের দুরন্ত ফুটবল৷ বুধবার নিখুঁত পাসিং ফুটবলের দৌলতে জর্জ টেলিগ্রাফকে শুরু থেকেই চাপে রেখেছিল মহামেডানের ফুটবলাররা৷ আক্রমণভাগে পারমিন্দরদের দাপটে দাঁড়াতেই পারেনি জর্জর ডিফেন্স৷ প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়েছিল মহামেডান৷ দ্বিতীয়ার্ধে সেই খেলার রেশ ধরেই আরও ২টি গোল করে তারা৷ ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে জর্জের হয়ে একমাত্র গোল করেন রাজীব সাউ৷ ম্যাচের ফলাফল ৪-১৷

দ্বিতীয়ার্ধে সেই চাপ আরও বাড়াতে থাকেন মহামেডানের ফরওয়ার্ডরা৷ কি রক্ষণ কি আক্রমণ, কোনও বিভাগেই এদিন পেরে ওঠেনি জর্জ টেলিগ্রাফ৷ পাসিং ফুটবল, উইং ফুটবল আর মাঝমাঠে বল পজেশনেও জর্জের থেকে অনেকাংশে এগিয়ে ছিল মহামেডান৷ ম্যাচ বাই ম্যাচ আরও উন্নত খেলা উপহার দিচ্ছেন মহামেডানের তরুণ ফুটবলাররা৷ আজ তাঁদের খেলা দেখে দুই বড় প্রধান মোহনবাগান আর ইস্টবেঙ্গল খুব একটা স্বস্তিতে থাকবে না আশা করাই যায়৷ বিশেষ করে ইস্টবেঙ্গল যেভাবে গতকাল ইউনাইটেডের কাছে তিন গোল খেয়ে পরে চার গোল দিয়ে কষ্টার্জিত জয় পেয়েছে সেখানে মহামেডানকে হালকাভাবে নেওয়া যাবে না তাদের পক্ষে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement