Advertisement
Advertisement

Breaking News

মেসির জন্য এবার নগ্ন হলেন এই মডেল

মেসির সন্তানের মা অ্যান্তোনেলা রকুজোকে টক্কর দেওয়ার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যান তিনি৷

Model posts raunchy picture tribute to Lionel Messi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 24, 2017 12:31 pm
  • Updated:January 24, 2017 12:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই সন্তানের বাবা তিনি৷ দীর্ঘদিন ধরে বান্ধবী অ্যান্তোনেলার সঙ্গে সম্পর্কে জড়িত৷ কিন্তু তাতে তাঁর মহিলা ভক্তের সংখ্যা কম নয়৷ হাজার হোক তিনি ফুটবলের রাজপুত্র লিও মেসি৷ এবার এক মহিলা ফ্যান এবার নয়া ঢঙে ভালবাসা জানালেন আর্জেন্টাইন তারকাকে৷

model

Advertisement

মিস বামবাম সুজি কোর্তেজ হলেন এলএম টেনের স্বঘোষিত ‘বান্ধবী’৷ হ্যাঁ, বহু দিন ধরেই তিনি দাবি করে আসছেন, তিনিই নাকি মেসির বান্ধবী৷ মেসি যদিও এই মডেলের কীর্তিকলাপের জন্য তাঁকে গত বছরই ব্লক করে দিয়েছেন৷ কিন্তু তাতে কী? বার্সেলোনা সুপারস্টারের প্রতি সুজির ভালবাসায় এতটুকু ঘাটতি পড়েনি৷ বরং মেসির সন্তানের মা অ্যান্তোনেলা রকুজোকে টক্কর দেওয়ার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যান তিনি৷ ২০১৫-তে সুজির নিতম্বে শ্যাম্পেন ঢালার ছবি চাঞ্চল্য ছড়িয়েছিল নেটদুনিয়ায়৷ যে কোনও আছিলাতেই মেসিকে মুগ্ধ করতে মুখিয়ে থাকেন ব্রাজিলীয় সুজি৷ এবার ফের এমনই একটা কারণ খুঁজে বের করলেন তিনি৷

model1

কোপা দেল রে’র শেষ আটে রিয়াল সোসাইদাদকে ১-০ হারায় বার্সা৷ যদিও সে ম্যাচে একমাত্র গোল নেইমারের৷ তবে মেসি ভক্ত কোনও বাহানাই হাতছাড়া করতে চান না৷ তাই এক্কেবারে অন্যরকমভাবে এই জয় সেলিব্রেট করলেন সুজি৷ কী করলেন জনপ্রিয় এই মডেল? বাথরুমের ভিতর উত্তেজক ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন৷ যেখানে প্রায় নগ্ন অবস্থাতেই দেখা গেল তাঁকে৷ সঙ্গে লেখা, এই ছবি মেসির জন্যই তোলা৷ ইতিমধ্যেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি৷ মেসির চোখে কি সুজির এই নয়া পোজ ধরা পড়ল? সেই উত্তর এখনও অজানা৷ তবে সুজিকে যে তিনি একেবারেই পছন্দ করেন না, তা তাঁকে ব্লক করেই বুঝিয়ে দিয়েছেন ফুটবল তারকা৷

(দীপিকার এ ছবিই ভাইরাল নেটদুনিয়ায়…কিন্তু সত্যিটা জানেন কি?)

(প্রেমিকের ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হলেন বলিউড অভিনেত্রী)

(ফোন সেক্স করেন, প্রকাশ্যেই কবুল প্রিয়াঙ্কার)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement