Advertisement
Advertisement

Breaking News

ধোনির অবসর প্রসঙ্গে বিসিসিআইকে সতর্ক করলেন কার্স্টেন

তাঁর সেরার তালিকা দেখে ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, বিরাট কোহলি এবং হাসিম আমলা কেন বাদ পড়লেন?

Mitchell Johnson chooses 5 world's best batsmen, one of them is Dhoni
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 2, 2016 8:08 pm
  • Updated:November 2, 2016 8:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদানীং মহেন্দ্র সিং ধোনির একদিনের ক্রিকেট থেকে অবসর, ব্যাটিং পজিশন নিয়ে হাজারো কথা উঠছে৷ অনেকেই মনে করছেন এবার কোহলির হাতেই ব্যাটন তুলে দেওয়া উচিত ক্যাপ্টেন কুলের৷ কিন্তু গ্যারি ক্যার্স্টেন এক্কেবারে অন্য কথা বলেছেন৷

কোনও বড়সড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিসিআই-কে সতর্ক করে দিয়ে তিনি বললেন, “সবাই মিলে সমালোচনা করে ধোনিকে একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য করতে পারেন৷ কিন্তু মনে রাখবেন, একজন কিংবদন্তি ক্রিকেটার জীবনের শেষ ম্যাচটিতেও অবদান রাখে৷ আমি ওর সঙ্গে কাজ করেছি৷ জানি, ওর মতো নেতা ভারতীয় ক্রিকেটে এর আগে কমই এসেছে৷ জানি না ২০১৯ বিশ্বকাপে ধোনি খেলবে কি না৷ তবে নিশ্চিত, ওর হাতে অধিনায়কত্ব থাকলে ভারতের খারাপ হবে না৷ তার উপর ওর মতো ফিনিশার যে কোনও পরিস্থিতিতে কাজে লাগে৷” টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ গ্যারির মতোই এবার ধোনির প্রশংসা করলেন অজি পেসার মিচেল জনসন৷ তাঁর মতে, বর্তমানে বিশ্বের সেরা পাঁচ ক্রিকেটারের অন্যতম হলেন এমএস৷

Advertisement

অজি পেসারের মতে বিশ্বের সেরা পাঁচ ক্রিকেটার হলেন ধোনি, এবি ডিভিলিয়ার্স, স্টিভ স্মিথ, জো রুট এবং কেন উইলিয়ামসন৷ তাঁর সেরার তালিকা দেখে ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, বিরাট কোহলি এবং হাসিম আমলা কেন বাদ পড়লেন? তাতে জনসনের উত্তর, “ও হ্যাঁ, আমলাকে কীভাবে ভুলতে পারি!” কিন্তু বর্তমানে বোলারদের ত্রাস কোহলির নাম তিনি কোনওভাবেই উচ্চারণ করেননি৷ ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে জনসনের ডেলিভারি চওড়া ব্যাটে বাউন্ডারির বাইরে পাঠিয়ে ছিলেন কোহলি৷ জনসনও তাঁকে ৬ ইনিংসে তিনবার প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন৷ তখনই বাইশ গজে তাঁদের লড়াই প্রকট হয়েছিল৷ অনেকেই মনে করছেন, সেই কারণেই বিরাটের নাম নিতে চাননি তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement