Advertisement
Advertisement

Breaking News

সেমিফাইনালেই আটকে গেলেন ফেডেরার

কানাডার অখ্যাত মিলাস রাওনিক এভাবে সুইজারল্যান্ড তারকার দৌড় সেমিফাইনালে থামিয়ে দেবেন, তা হয়তো কেউ ভাবতেও পারেননি৷

Milos Raonic beats Roger Federer to reach first Grand Slam final
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2016 2:30 pm
  • Updated:July 9, 2016 2:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮ জুলাই, ২০১২৷ চার বছর আগে এই দিনেই শেষবার কোনও গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন রজার ফেডেরার৷ এবার আগেভাগে নোভাক জকোভিচ বিদায় নেওয়ায় কথা রটেছিল, এবার উইম্বলডন জয়ের সম্ভাবনা রয়েছে রজার ফেডেরারের৷ কিন্তু বছর ২৫-এর কানাডার অখ্যাত মিলাস রাওনিক এভাবে সুইজারল্যান্ড তারকার দৌড় সেমিফাইনালে থামিয়ে দেবেন, তা হয়তো কেউ ভাবতেও পারেননি৷ হয়তো ফেডেরার নিজেও ভাবেননি৷ বছর চারেক আগের শেষবার গ্র্যান্ড স্ল্যাম জেতার দিনই নষ্ট করলেন ১৮তম গ্র্যান্ড স্ল্যাম জেতার সুযোগ৷ পাঁচ সেটের লম্বা লড়াইয়ের পর সুইস তারকা হারলেন ৬-৩, ৬-৭ (৩-৭), ৪-৬, ৭-৫, ৬-৩ সেটে৷

কে এই রাওনিক? উইম্বলডনের ফাইনালে ওঠার আগে পর্যন্ত গ্র্যান্ড স্ল্যামে তাঁর সেরা পারফরম্যান্স বলতে চলতি বছরে অস্ট্রেলিয়া ওপেনের শেষ চারে পৌঁছনো৷ দু’বছর আগে সেমিফাইনালে ফেডেরারের কাছেই হেরেছিলেন৷

Advertisement

প্রথম সেট খোয়ানোর পর দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসেন ফেডেরার৷ দ্বিতীয় ও তৃতীয় সেটে জিতে ফল ২-১ করে দেন৷ যত সময় যাচ্ছিল, তত যেন ম্যাচে জাঁকিয়ে বসছিলেন তিনি৷ কিন্তু রাওনিক যে শেষদিকে এসে এমন চমক দেবেন তা কে জানত! শেষ দু’টি সেট পরপর জিতে ‘সুইস এক্সপ্রেস’ থামিয়ে দিলেন তিনি৷ পরিসংখ্যান বলছে, ফেডেরারের সঙ্গে মোট এগারোবারের সাক্ষাতে নয়বারই হেরেছেন রাওনিক৷

এদিন কিন্তু নিজের অজান্তেই দু’টি রেকর্ড করে ফেললেন রাওনিক৷ প্রথমত, কানাডার প্রথম খেলোয়াড় হিসাবে কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছলেন৷ দ্বিতীয়ত, ইউরোপের বাইরে থেকে দ্বিতীয় পুরুষ প্রতিযোগী হিসাবে উইম্বলডনের ফাইনালে পৌঁছলেন৷ তাঁর আগে ২০০৯ সালে অ্যান্ডি রডিকের এই কৃতিত্ব ছিল৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement