সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়েছিল বিশ্বকাপার অ্যালান পুলিদোকে৷ মেক্সিকান অথরিটির তৎপরতায় দ্রুতই উদ্ধার করা সম্ভব হয়েছে তাঁকে৷
মেক্সিকোর গভর্নরের সঙ্গে সোমবার ক্যামেরার সামনে আসেন পুলিদো৷ তিনি সুস্থ আছেন বলে জানানো হয়েছে৷ গভর্নর বলেন, কেন্দ্রীয় বাহিনীর চেষ্টাতে রবিবার রাতেই তাঁকে উদ্ধার করা গিয়েছে৷ তবে ২৫ বছর বয়সি ফুটবলারকে কে বা কারা অপহরণ করেছিল সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু বলেনি প্রশাসন৷ তাঁর পরিবারও ঘটনার কোনও ব্যাখ্যা দিতে পারছে না৷ তবে তিনি সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে তাঁর পরিবার৷
গ্রিসের বিখ্যাত ক্লাব ওলিম্পিয়াকোসের হয়ে খেলেন পুলিদো৷ ২০১৪ বিশ্বকাপে তিনি মেক্সিকোর হয়ে খেলেছেন৷ তবে এই বছর কোপায় তিনি দলের সুযোগ পাননি৷ সিউদাদ ভিক্টোরিয়াতে থাকেন পুলিদো৷ রবিবার রাতে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশেই একটি পার্টিতে গিয়েছিলেন তিনি৷ রাতে পার্টি থেকে বেরনোর পর ছ’জন দুষ্কৃতী তাঁকে গাড়িতে তুলে নেয়৷ পুরো ঘটনাটির সময় পুলিদোর বেশ কয়েকজন বন্ধু তাঁর পাশে ছিলেন৷ কিন্তু কেউই বাধা দিতে পারেননি৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, অপহরণকারীরা পুরো ছক সাজিয়েই এসেছিল৷ ফলে মুহূর্তের মধ্যে তারা পুলিদোকে গাড়িতে তুলে চম্পট দেয়৷ এমনিতে সিউদাদ ভিক্টোরিয়া শহরে দুষ্কৃতী দৌরাত্ম্য গত কয়েক বছরে চরম আকার নিয়েছে৷ তার মধ্যে একজন বিশ্বকাপারের এভাবে অপহরণ হওয়ার খবরে নড়েচড়ে বসে প্রশাসন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.