Advertisement
Advertisement

মেসি ছাড়াই কোপায় অপ্রতিরোধ্য আর্জেন্টিনা

সবচেয়ে বড় কথা, মেসিহীন আর্জেণ্টিনাকে প্রথম ম্যাচে যে ছন্দে পাওয়া গেল, তাতে এখন থেকেই স্বপ্ন দেখতে পারেন সমর্থকরা৷

Messi less argentina thrashed chile in copa clash
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 7, 2016 4:22 pm
  • Updated:July 11, 2018 2:24 pm  

আর্জেণ্টিনা- ২ (ডি’ মারিয়া, বানেতা)

চিলি- ১ (কুয়েনজালিদা)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শতবার্ষিকী কোপার শুরুটা দুরন্ত করল আর্জেণ্টিনা৷ গতবারের চ্যাম্পিয়ন চিলিকে হারাল ২-১ গোলে৷ সবচেয়ে বড় কথা, মেসিহীন আর্জেণ্টিনাকে প্রথম ম্যাচে যে ছন্দে পাওয়া গেল, তাতে এখন থেকেই স্বপ্ন দেখতে পারেন সমর্থকরা৷ যে কোনও টুর্নামেণ্টের প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ৷ জিততে পারলে আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়৷ তার উপর সামনে চিলি৷ যাদের কাছে গতবার ফাইনালে হেরে কোপায় স্বপ্নভঙ্গ হয়েছিল মেসিদের৷ ডি’ মারিয়াদের তাতিয়ে দেওয়ার পক্ষে সেটাই যথেষ্ট ছিল৷
এখনও চোট পুরোপুরি সারেনি৷ মেসিকে তাই ডাগ আউটেই বসে থাকতে দেখা গেল৷ খোঁচা খোঁচা দাড়ি৷ প্রথমার্ধের শেষে বেশ চিন্তিতই দেখাচ্ছিল তাঁকে৷ আসলে কিছুতেই গোলমুখ খুলতে পারছিলেন না ডি’ মারিয়ারা৷ বক্সের মধ্যে বারবার আটকে যাচ্ছিলেন৷
কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে অন্য ছবি৷ আর্জেণ্টিনার একের পর এক আক্রমণ সামাল দিতে তখন রীতিমতো নাজেহাল অবস্থা চিলির রক্ষণের৷ ফলস্বরূপ ৫১ মিনিটে ডি’মারিয়ার গোল৷ বানেতার দুর্দান্ত থ্রু থেকে বা পোস্ট ঘেঁষে মারিয়ার শট জালে জড়িয়ে গেল৷ এতক্ষণে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন মেসি৷ গোল পাওয়ার পর আরও আক্রমণাত্মক মারিয়ারা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement