সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের প্রত্যেকটি ট্রাফিক সিগন্যাল, বা আন্ডারপাস, যেখান দিয়েই যাওয়া হোক না কেন, ইলেকট্রনিক বোর্ডে লেখাটা চোখে পড়বেই – ‘নো তে ভায়াস লিও’! অর্থাৎ লিও, যেও না!
কোপা ফাইনালের পর হতাশায় জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন লিও মেসি৷ আর গোটা আর্জেন্টিনা প্রাণপণে চেষ্টা করছে তাঁকে ফিরিয়ে আনার৷ বুধবার দেশের প্রেসিডেন্ট মরিসিও মাকরি নাকি ফোনে কথা বলেছেন মেসির সঙ্গে৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট জানিয়েছেন, “কোপা ফাইনালে দলকে তোলার জন্য ওঁকে ধন্যবাদ জানিয়েছি৷ আমি চাই মেসি ফিরে আসুন৷ মেসি আর্জেন্টিনার কাছে ঈশ্বরের উপহার৷ আমাদের সবচেয়ে বড় সম্পদ৷ ওঁর ব্যাপারটা বিশেষভাবে দেখা উচিত৷” জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে কথা বলে অনুরোধ করতে চান৷ তার মানে এলএম টেনের দিক থেকে ফিরে আসার ইঙ্গিত এখনও পাওয়া যায়নি৷
কিন্তু, মেসি এখন কোথায়? আগের দিন দল ইজেইজা বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পর মেসির আর দেখা মেলেনি৷ পরে জানা গিয়েছে, আগেরদিন অ্যাগুয়েরোর পরিবারের সঙ্গে কাটিয়েছেন তিনি৷ রোজারিও কাম্পানায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় এক ফটোগ্রাফারের ক্যামেরায় প্রথম ধরা পড়েন বার্সা সুপারস্টার৷ অবসর নেওয়ার পর তাঁর প্রথম ছবি৷ এখনও দাড়ি কাটেননি৷ যতটুকু জানা গিয়েছে, তাতে পরিবারের সবাইকে নিয়ে বাহামাস এবং তারপর ক্রোয়েশিয়ার সমুদ্রসৈকতে লম্বা ছুটি কাটাবেন লিও৷ ছুটির পর সোজা বার্সেলোনার প্র্যাকটিসে৷ বার্সার প্র্যাকটিস শুরু ১৮ জুলাই৷ তবে মেসি বাড়তি ক’দিন ছুটি পেয়েছেন৷ ৩০ জুলাই সেলটিকের সঙ্গে প্রদর্শনী ম্যাচে হয়তো খেলবেন৷ তারপর নতুন মরসুমের জন্য বার্সেলোনাতেই প্রস্তুতি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.