Advertisement
Advertisement
Meg Lanning

ঘুম হত না, কমে গিয়েছিল ওজন! অবসাদের শিকার হয়েই অবসর নেন প্রাক্তন অজি অধিনায়ক

২০২৩ সালে আচমকাই বাইশ গজ থেকে সরে দাঁড়ান পাঁচ বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেগ ল্যানিং।

Meg Lanning says insomnia and depression led to international retirement

মেগ ল্যানিং। ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:April 18, 2024 3:55 pm
  • Updated:April 18, 2024 3:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৩১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মেগ ল্যানিং (Meg Lanning)। ২০২৩ সালে আচমকাই বাইশ গজ থেকে সরে দাঁড়ান অস্ট্রেলিয়া মহিলা দলের প্রাক্তন অধিনায়ক। তখন অবসরের কারণ তিনি পরিষ্কার করে জানাননি। অবশেষে পাঁচ বারের বিশ্বকাপ জয়ী জানালেন, অবসাদের কারণেই বাধ্য হয়েছিলেন এই সিদ্ধান্ত নিতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ল্যানিং সেই সময়ের মানসিক অবস্থা জানিয়েছেন। ক্রিকেটই তাঁর জীবনের সব কিছু হয়ে গিয়েছিল। কঠোর অনুশীলন আর অনিয়মিত খাদ্যাভ্যাসের জন্য ক্রমশ ক্রিকেট থেকে আগ্রহ হারাচ্ছিলেন তিনি। অবসাদের কারণে রাতে ঘুম হত না। তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন ল্যানিং। প্রাক্তন অজি ব্যাটার বলেন, “এক সময়ে আমি সপ্তাহে ৮৫-৯০ কিলোমিটার দৌড়োতাম। কিন্তু সেই তুলনায় খাওয়া-দাওয়া করতাম না। ওজন ৬৪ কেজি থেকে ৫৭ কেজিতে নেমে গিয়েছিল। শরীরে অবসাদ চলে এসেছিল।”

Advertisement

[আরও পড়ুন: মুম্বই ক্ষুব্ধ পাণ্ডিয়ার উপর, অধিনায়ক বলছেন, ‘এত ভালোবাসা আগে কখনও পাইনি’]

সেই সঙ্গে অস্ট্রেলিয়ান কিংবদন্তির সংযোজন, “রাতের পর রাত ঘুমোতে পারতাম না। নিজের উপর প্রচণ্ড রাগ হত। বন্ধু আর প্রিয়জনদের থেকে দূরে সরে গিয়েছিলাম। কারওর সঙ্গে কথা বলতে ইচ্ছে করত না। নিজের ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ড উদ্বেগ ছিল। যদি ক্রিকেট খেলতে না পারি, তাহলে কী হবে? তার মধ্যেই বিশ্বকাপ আর মহিলাদের প্রিমিয়ার লিগ (WPL) খেলেছি।”

[আরও পড়ুন: ‘ধোনি আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে’, উইকেট কিপিং নিয়ে মুখ খুললেন রোহিত]

অবশেষে ২০২৩-র নভেম্বরে অবসর নেন ল্যানিং। যদিও ২০২৪ সালে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে মহিলাদের প্রিমিয়ার লিগ খেলেছেন। এর আগে ২০২২ সালে কমনওয়েলথ গেমস জেতার পরেও ছমাসের জন্য ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছিলেন। ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত তিনি অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়ক ছিলেন। ওয়ান ডে ক্রিকেটে ১৫টি শতরান আছে তাঁর। যা আর কোনও মহিলা ক্রিকেটারের নেই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement