মেগ ল্যানিং। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৩১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মেগ ল্যানিং (Meg Lanning)। ২০২৩ সালে আচমকাই বাইশ গজ থেকে সরে দাঁড়ান অস্ট্রেলিয়া মহিলা দলের প্রাক্তন অধিনায়ক। তখন অবসরের কারণ তিনি পরিষ্কার করে জানাননি। অবশেষে পাঁচ বারের বিশ্বকাপ জয়ী জানালেন, অবসাদের কারণেই বাধ্য হয়েছিলেন এই সিদ্ধান্ত নিতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ল্যানিং সেই সময়ের মানসিক অবস্থা জানিয়েছেন। ক্রিকেটই তাঁর জীবনের সব কিছু হয়ে গিয়েছিল। কঠোর অনুশীলন আর অনিয়মিত খাদ্যাভ্যাসের জন্য ক্রমশ ক্রিকেট থেকে আগ্রহ হারাচ্ছিলেন তিনি। অবসাদের কারণে রাতে ঘুম হত না। তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন ল্যানিং। প্রাক্তন অজি ব্যাটার বলেন, “এক সময়ে আমি সপ্তাহে ৮৫-৯০ কিলোমিটার দৌড়োতাম। কিন্তু সেই তুলনায় খাওয়া-দাওয়া করতাম না। ওজন ৬৪ কেজি থেকে ৫৭ কেজিতে নেমে গিয়েছিল। শরীরে অবসাদ চলে এসেছিল।”
সেই সঙ্গে অস্ট্রেলিয়ান কিংবদন্তির সংযোজন, “রাতের পর রাত ঘুমোতে পারতাম না। নিজের উপর প্রচণ্ড রাগ হত। বন্ধু আর প্রিয়জনদের থেকে দূরে সরে গিয়েছিলাম। কারওর সঙ্গে কথা বলতে ইচ্ছে করত না। নিজের ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ড উদ্বেগ ছিল। যদি ক্রিকেট খেলতে না পারি, তাহলে কী হবে? তার মধ্যেই বিশ্বকাপ আর মহিলাদের প্রিমিয়ার লিগ (WPL) খেলেছি।”
অবশেষে ২০২৩-র নভেম্বরে অবসর নেন ল্যানিং। যদিও ২০২৪ সালে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে মহিলাদের প্রিমিয়ার লিগ খেলেছেন। এর আগে ২০২২ সালে কমনওয়েলথ গেমস জেতার পরেও ছমাসের জন্য ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছিলেন। ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত তিনি অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়ক ছিলেন। ওয়ান ডে ক্রিকেটে ১৫টি শতরান আছে তাঁর। যা আর কোনও মহিলা ক্রিকেটারের নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.