Advertisement
Advertisement

Breaking News

‘লেজেন্ডস অ্যাওয়ার্ড’ খেতাব পাচ্ছেন মেরি কম

খাঁটি স্পোর্টসম্যান স্পিরিটের নমুনা রেখেই মানুষের এই ভালবাসা ও উদারতাকে পাল্টা কুর্নিশ জানিয়েছেন তিনি৷

Mary Kom to receive 'Legends Award' from AIBA
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 25, 2016 8:22 pm
  • Updated:November 25, 2016 8:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১২ সালে ওলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি৷ তারপর থেকে সারা দেশের নারীশক্তি জাগরণের অদ্বিতীয় মুখ তিনিই৷ রিয়েল লাইফ থেকে রিল লাইফে আজও তাঁর জীবন অনেকের কাছে অনুপ্রেরণা৷ আর এই শক্তিকেই কুর্নিশ জানাচ্ছে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন৷ কিংবদন্তি বক্সার মেরি কমকে সংস্থার তরফে দেওয়া দেওয়া হচ্ছে লেজেন্ডস অ্যাওয়ার্ড৷

আন্তর্জাতিক বক্সিং সংস্থাটির এ বছর সত্তরে পা৷ সেই উপলক্ষেই মেরিকে সম্মানিত করতে চান তাঁরা৷ এ খবর পেয়ে আপ্লুত মেরি৷ জানিয়েছেন, “এতদিন পরেও আমার সাফল্য মানুষ মনে রেখেছেন জেনে খুব ভাল লাগছে৷” খাঁটি স্পোর্টসম্যান স্পিরিটের নমুনা রেখেই মানুষের এই ভালবাসা ও উদারতাকে পাল্টা কুর্নিশ জানিয়েছেন তিনি৷

Advertisement

পাশাপাশি তাঁর আশা, এই সংস্থা তরুণ বক্সারদের জন্য কাজ করবে৷ তাঁদের আরও বেশি অনুশীলনে অনুপ্রেরণা জোগাবে৷ বক্সিংয়ে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন এই বক্সার বর্তমানে রাজ্যসভার সাংসদও৷ এই সম্মান তাঁর গোটা জীবনে মনে রাখার মতো ঘটনা হয়ে থাকবে বলেও মনে করেন তিনি৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement