সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাশেজে (The Ashes) ২-০ পিছিয়ে থেকে তৃতীয় টেস্টে নেমেছে ইংল্যান্ড। টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। তৃতীয় টেস্টে মার্ক উডের (Mark Wood) আগুনে বোলিংয়ে স্টাম্প উড়ল অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খোয়াজার (Usman Khawaja)।
ঘণ্টায় ১৫২ কিমি বেগে উডের বল আছড়ে পড়ে উইকেটে। খোয়াজা ফেরেন ১৩ রানে। ১৩-তম ওভারের শেষ বলে উডের বল উপড়ে যায় খোয়াজার স্টাম্প। অজি ওপেনার খোয়াজা ড্রাইভ করতে গিয়েছিলেন। কিন্তু ব্যাটের কাণায় বল লেগে বোল্ড হন বাঁ হাতি খোয়াজা। অজি ওপেনার ফিরতেই হেডিংলিতে উপস্থিত ইংরেজ সমর্থকরা আনন্দে ফেটে পড়েন।
উডের প্রাক্তন অধিনায়ক ইয়ইন মর্গ্যান ধারাভাষ্য দেওয়ার সময়ে বলছিলেন, ”৯৪.৬ মাইল বেগে উডের বল ধেয়ে আসে। বলটা ফুল লেন্থে করেছিল উড। হালকা সুইংও করে। উসমান খোয়াজা বোল্ড হয়। আনন্দ উডের। ইংল্যান্ডেরও তাই।”
It’s full and straight and far too quick for Usman Khawaja 🌪️
Australia are 2 down and Mark Wood is on fire! 🔥 #EnglandCricket | #Ashes pic.twitter.com/y5MAB1rWxd
— England Cricket (@englandcricket) July 6, 2023
সিরিজে টিকে থাকতে হলে ইংল্যান্ডকে এই ম্যাচ জিততেই হবে। তৃতীয় টেস্টে ওকস এবং উডকে দলে নেওয়া হয়। বর্ষীয়ান জেমস অ্যান্ডারসনকে রাখা হয়নি প্রথম একাদশে। ব্রড ম্যাচের প্রথম ওভার করেন। প্রথম বলেই চার মারেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। পঞ্চম বলে ব্রড ফেরান ওয়ার্নারকে। আরেক ওপেনার খোয়াজাকে আউট করেন উড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.