Advertisement
Advertisement

Breaking News

মেসি বড় না রোনাল্ডো? তর্কের জেরে বিচ্ছেদের পথে দম্পতি

বলে কী!

Man to Divorce Wife Over Ronaldo-Messi Debate
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2018 8:37 pm
  • Updated:July 3, 2018 8:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কে বড়? এই প্রশ্নে গোটা ফুটবলবিশ্ব দ্বিধাবিভক্ত। চলতি বিশ্বকাপ থেকে দুই মহাতারকারই প্রস্থান হযেছে। কিন্তু দুজনের তুলনা এখনও বন্ধ হয়নি। তবে এবার এই তর্কের জেরেই সংসার ভাঙতে চলেছে এক দম্পতির।

[  ব্রাজিলভক্ত পুনম, অন্তর্বাস খুলেই জয়ের উল্লাসে মাতলেন মডেল ]

Advertisement

স্বামী আর্সেন কট্টর মেসিভক্ত। মেসি ছাড়া অন্য কোনও খেলোয়াড়কে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে নারাজ তিনি। অন্যদিকে তাঁর স্ত্রী লিউদমিলা আবার রোনাল্ডোভক্ত। মেসি যে বড় তা তিনি মনেই করেন না। এই তর্ক বহু আগে থেকেই ছিল তাঁদের মধ্যে। অন্যান্য অনেক ফ্যানের মতো তাঁরাও এ নিয়ে ঝগড়া করতেন। আবার ঝামেলা মিটেও যেত। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতি বদলায়। দুই তারকারই এবার শেষ বিশ্বকাপ বলে ধরে নেওয়া হয়েছিল। ফলে দুজনেরই নিজেদেরকে প্রমাণ করা আপ্রাণ তাগিদ ছিল। অন্তত শেষ বিশ্বকাপকে নিজের করে রাখার জন্য মুখিয়ে ছিলেন তাঁরা। কিন্তু গোড়া থেকেই অনেক সফল ছিলেন রোনাল্ডো। হ্যাটট্রিক করেন। দলকে জেতান। অন্যদিকে মেসি প্রথম থেকেই ছিলেন নিষ্প্রভ। একটা ম্যাচে একটু আশার আলো জাগিয়েছিলেন। কিন্তু তাতে শেষরক্ষা হয়নি। এই নিয়ে স্ত্রী স্বামীকে খোঁটা দিতেন। কটাক্ষও করতেন। শেষমেশ পরিস্থিতি এতটাই খারাপ হয় যে আর্সেন স্ত্রীকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। লোটাকম্বল নিয়ে বাড়ি ও স্ত্রীকে ছেড়ে বেরিয়ে আসেন। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আর ঘর করা নয়। এই অশান্তি সহ্য করারও একটা সীমা আছে। তাই বিচ্ছেদই চাইছেন তিনি।

[  বিপর্যস্ত তবু ‘নোংরা’ নয়, বিদায়বেলায় বিশ্বকে শিক্ষা দিয়ে গেল জাপান ]

মেসি-রোনাল্ডোর ফ্যানরা তাঁদের আনুগত্য প্রদর্শনে নানা কর্মকাণ্ড করে থাকেন। এমনকী মেসির খারাপ পারফরম্যান্সের জন্য কেউ কেউ আত্মহত্যারও সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তাই বলে বিবাহবিচ্ছেদ। দুই তারকার কাছে এ খবর পৌঁছালে হয়তো তাঁরাই যুজুধান দম্পতির ভাঙা সম্পর্ক জোড়া লাগিয়ে দিতেন। কিন্তু আপাতত তার কোনও লক্ষন নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement