Advertisement
Advertisement

ওয়ান ডে ও টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়লেন ধোনি

খেলবেন শুধু সীমিত ফরম্যাটের ক্রিকেট।

Mahendra Singh Dhoni steps down as captain of the Indian Cricket team
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 4, 2017 9:28 pm
  • Updated:January 4, 2017 9:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার রাতে বিসিসিআই সূত্রে এই খবর জানানো হয়েছে। একদিনের ও টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০১৪-য় টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। তবে ক্যাপ্টেন্সি ছাড়লেও সীমিত ওভারের ক্রিকেট খেলবেন তিনি। খেলতে পারেন আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজেও। খেলতে পারেন বিরাট কোহলির নেতৃত্বে।

ধোনি নিজেই বিসিসিআইয়ের কাছে অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেন বলে জানা গিয়েছে। সব ফরম্যাটের ক্রিকেটে অধিনায়কত্ব থেকেই অবসর চেয়েছেন তিনি।

বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরি বলেছেন, “ভারতীয় ক্রিকেটের সমস্ত অনুগামী ও বিসিসিআইয়ের তরফে এম এস ধোনিকে ধন্যবাদ। সব ফরম্যাটের ক্রিকেটেই তিনি সাফল্যের সঙ্গে ভারতীয় দলের অধিনায়কত্ব সামলেছেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement