সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার রাতে বিসিসিআই সূত্রে এই খবর জানানো হয়েছে। একদিনের ও টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০১৪-য় টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। তবে ক্যাপ্টেন্সি ছাড়লেও সীমিত ওভারের ক্রিকেট খেলবেন তিনি। খেলতে পারেন আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজেও। খেলতে পারেন বিরাট কোহলির নেতৃত্বে।
NEWS ALERT – Mahendra Singh #Dhoni steps down as #Captain of #TeamIndia. He will be available for selection for ODIs & T20Is vs England pic.twitter.com/2xM0eisdjq
— BCCI (@BCCI) January 4, 2017
ধোনি নিজেই বিসিসিআইয়ের কাছে অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেন বলে জানা গিয়েছে। সব ফরম্যাটের ক্রিকেটে অধিনায়কত্ব থেকেই অবসর চেয়েছেন তিনি।
#MahendraSinghDhoni steps down as India’s limited overs captain. (File pic) pic.twitter.com/TnfzWSRE2a
— Press Trust of India (@PTI_News) January 4, 2017
বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরি বলেছেন, “ভারতীয় ক্রিকেটের সমস্ত অনুগামী ও বিসিসিআইয়ের তরফে এম এস ধোনিকে ধন্যবাদ। সব ফরম্যাটের ক্রিকেটেই তিনি সাফল্যের সঙ্গে ভারতীয় দলের অধিনায়কত্ব সামলেছেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.