Advertisement
Advertisement

Breaking News

পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ধোনি ও সিন্ধু

মঙ্গলবার কেন্দ্রের তরফে তাঁদের পুরস্কার পাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে৷

Mahendra Singh Dhoni, PV Sindhu and Gopichand set to be get Padma Bhushan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 25, 2017 6:23 am
  • Updated:January 25, 2017 8:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে অলিম্পিকে রুপো জিতে ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন পি ভি সিন্ধু৷ গত বছর রিওতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন এই ব্যাডমিন্টন তারকা৷ আর তাই পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হবে সিন্ধুকে৷ তাঁর পাশাপাশি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং সিন্ধুর কোচ পুল্লেলা গোপীচাঁদের হাতেও এই পুরস্কার তুলে দেওয়া হবে৷ পদ্মভূষণের জন্য ক্রীড়াদুনিয়ার এই তারকাদের নাম আগেই সুপারিশ করা হয়েছিল৷ মঙ্গলবার কেন্দ্রের তরফে তাঁদের পুরস্কার পাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে৷

(বোর্ডকেই প্রশাসক বাছাইয়ের দায়িত্ব দিল সুপ্রিম কোর্ট)

টেস্টকে আগেই বিদায় জানিয়েছিলেন৷ সদ্য সীমিত ওভারের নেতৃত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন ধোনি৷ তবে দীর্ঘ ন’বছরে নেতা হিসেবে টিম ইন্ডিয়াকে অনেকখানি দিয়েছেন তিনি৷ দু’টি বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি, সবই রয়েছে তাঁর ঝুলিতে৷ আর তাই তাঁকে দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ২০০৯-এ পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ক্যাপ্টেন কুল৷

Advertisement

(মেসির জন্য এবার নগ্ন হলেন এই মডেল)

গত বছর ক্রিকেটের জনপ্রিয়তাকেও পিছনে ফেলে দিয়েছিলেন যিনি, সেই সিন্ধু অলিম্পিক পদকের পাশাপাশি কেরিয়ারের প্রথম সুপার সিরিজ চিনা ওপেন চ্যাম্পিয়নও হয়েছিলেন৷ মালয়েশিয়া মাস্টার্সের ট্রফিও ঘরে তুলেছিলেন৷ সবমিলিয়ে গত মরশুমে তাঁর কেরিয়ার গ্রাফ সাফল্যের শিখর ছুঁয়েছিল৷ তাঁর এই চূড়ান্ত সাফল্যের নেপথ্যের মানুষটিকেও ভুললে চলবে না৷ সিন্ধু এবং তাঁর কোচ গোপীচাঁদ পদ্মভূষণ পুরস্কার পাবেন৷ এদিকে, পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে ভারতীয় নেতা বিরাট কোহলি এবং কুস্তিগির সাক্ষী মালিককে৷ বুধবারই কেন্দ্রের তরফে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement