Advertisement
Advertisement

‘বাবা কে?’ পাক সমর্থকের প্রশ্নে ক্ষিপ্ত মহম্মদ শামি কী করলেন জানেন?

পরিস্থিতি সামাল দিতে ধোনি এগিয়ে না এলে মুশকিল হতে পারত! দেখুন ভিডিও।

M S Dhoni saves Pak fan from furious Mohammed Shami
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 19, 2017 3:32 pm
  • Updated:June 19, 2017 3:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ওভালে পাকিস্তানের কাছে লজ্জাজনক হারের পর বিতর্ক যেন ভারতীয় টিমের পিছু ছাড়ছে না। হার্দিক পাণ্ডিয়ার বিতর্কিত টুইট তো ছিলই, এবার তাতে যোগ হল শামির বিতর্কিত আচরণ। ওভালে এক ফ্যানের আপত্তিকর প্রশ্ন শুনে তাঁর দিকে তেড়ে যান ভারতীয় টিমের ‘পেস ব্যাটারি’।

[কোহলিদের হারে উল্লাস কাশ্মীরে, ভারতকে খোঁচা পাক সেনার]

কিন্তু ঠিক কী হয়েছিল রবিবার?

Advertisement

পাকিস্তানের কাছে ১৮০ রানে হারের পর ভারতীয় দল তখন ড্রেসিং রুমের দিকে ফিরছিল। সেই সময় গ্যালারিতে উপস্থিত পাক সমর্থকরা ভারতীয় দলের প্রায় সব সদস্যকেই কটাক্ষ করে মন্তব্য ছুড়ে দিচ্ছিলেন। অধিনায়ক কোহলিকেও রেয়াত করেনি পাকিস্তানের সমর্থকরা। একের পর এক আপত্তিকর, অশ্রাব্য ভাষার মন্তব্য উড়ে আসে অশ্বিন, রোহিত, ধোনি,পাণ্ডিয়া, বুমরাহর দিকে। কিন্তু ভারতীয় দলের অন্যান্যরা পাক সমর্থকদের সেই সব মন্তব্যের কোনও প্রতিক্রিয়া জানাচ্ছিলেন না।

shami

[ফাইনালে হারের পর পাক সাংবাদিকের প্রশ্ন শুনে ক্ষুব্ধ বিরাট]

shami-2

কিন্তু মহম্মদ শামির বেলায় ঘটল ব্যতিক্রম। এমনিতেই শামির বিরুদ্ধে যে মন্তব্য উড়ে এল তা শালীনতার সীমা লঙ্ঘন করেছিল। শামির দিকে প্রশ্ন উড়ে এল, “আসল বাবা কে, এবার বল আসল বাবা কে?” পাক সমর্থকরা কোহলিকে দেখে কান্নার অভিনয় করতে থাকেন। ভেসে আসে “কান্নাই ওদের স্বভাব” গোছের মন্তব্য। ব্যঙ্গাত্মক সুরে চিৎকার করে ওঠেন । ব্যস! শামির ধৈর্য্যের বাঁধ এখানেই ভাঙল। তিনি কার্যত তেড়ে আসেন ওই পাক সমর্থকের দিকে। পুলিশ, নিরাপত্তারক্ষীরা আটকাতে চেয়েও পারছিলেন না। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত এগিয়ে আসতে হল মহেন্দ্র সিংহ ধোনিকে। তিনিই শামির হাত টেনে ধরে তাঁকে সামলান। তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনার ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।

dhoni-web

দেখুন সেই ভিডিও-

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement