Advertisement
Advertisement

Breaking News

Justin Langer LSG

আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির কোচ হতে পারেন জাস্টিন ল্যাঙ্গার, জেনে নিন কোন দল?

ল্যাঙ্গারের কোচিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।

LSG likely to appoint former Australian coach Justin Langer as head coach । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 11, 2023 9:37 am
  • Updated:July 11, 2023 9:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer) কি আসতে পারেন লখনউ সুপার জায়ান্টসে (LSG)? যদি সব ঠিকঠাক থাকে তাহলে লখনউ সুপার জায়ান্টসের রিমোট কন্ট্রোল তাঁর হাতে দেখা যেতেই পারে। যদিও ফ্র্যাঞ্চাইজি বা ল্যাঙ্গারের তরফ থেকে এব্যাপারে কিছুই জানানো হয়নি।

একটি ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, দুই পক্ষের মধ্যে একাধিকবার কথাবার্তা হয়েছে। ২০২১ সালে ল্যাঙ্গারের কোচিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। বিশ ব্যাশে পার্থ স্কর্চার্সকে সাফল্য এনে দিয়েছিলেন তিনি। সেই ল্যাঙ্গারকেই দেখা যেতে পারে আইপিএলে।

Advertisement

[আরও পড়ুন: পরম্পরা রক্ষা করে লাল-হলুদে টাকা দিচ্ছেন তিরাশির সমরেশ]

ল্যাঙ্গার এখন কোনও দলের সঙ্গেই জড়িত নন। যদি দুই পক্ষের কথাবার্তা ঠিকঠাক এগোয়, তাহলে ল্যাঙ্গারকে লখনউয়ের কোচ হিসেবে দেখা যেতেই পারে। সেক্ষেত্রে অ্যান্ডি ফ্লাওয়ার প্রাক্তন হয়ে যাবেন ফ্র্যাঞ্চাইজিতে।

লখনউয়ের সঙ্গে ফ্লাওয়ারের দু’ বছরের চুক্তি শেষ হয়ে গিয়ছে ২০২৩ সালের আইপিএলের পরই। হেড কোচ পরিবর্তনের পথে হাঁটলেও সাপোর্ট স্টাফের পরিবর্তন হচ্ছে না লখনউয়ে। অর্থাৎ মর্নি মর্কেল, জন্টি রোডস এবং বিজয় দাহিয়া একইভাবে কাজ চালিয়ে যাবেন বলে ধরে নেওয়া হচ্ছে।
ল্যাঙ্গার কোচ হলে তাঁকে কাজ করতে হবে গৌতম গম্ভীরের সঙ্গে। গম্ভীর লখনউ সুপার জায়ান্টস দলের মেন্টর। 

[আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মোদির সাহায্য দরকার, মত আমেরিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement