Advertisement
Advertisement

Breaking News

Los Angeles Knight Riders

টানা চার ম্যাচ হারের পরে এল জয়, রুসোর দাপটে সিয়াটলকে হারাল নাইটরা

শুরুর ধাক্কা সামলে দলকে জয় এনে দেন রুসো।

Los Angeles Knight Riders finally earned first victory in Major League Cricket । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 24, 2023 2:45 pm
  • Updated:July 24, 2023 2:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেজর লিগ ক্রিকেটে (Major League Cricket) টানা চার ম্যাচে হার মেনেছিল লস এঞ্জেলস নাইট রাইডার্স (Los Angeles Knight Riders)। ব্যাট হাতে ঝড় তুলেছিলেন আন্দ্রে রাসেল। কিন্তু জয়ের মুখ দেখেনি লস এঞ্জেলস নাইট রাই়ডার্স।

Advertisement

অবশেষে লিগ টেবিলের শীর্ষে থাকা সিয়াটল অরকাসকে দু’ উইকেটে হারিয়ে মেজর লিগ ক্রিকেটে প্রথম জয় পেল নাইট রাইডার্স।
রিলি রুসো ৩৮ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন। তাঁর ওরকম দুরন্ত ইনিংসের জন্যই নাইটরা ম্যাচ জেতে।

[আরও পড়ুন: নো বলে আউট ভারতীয় ব্যাটার? পাকিস্তানের কাছে হারের পর তোলপাড় নেটদুনিয়া]

 

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিয়াটল অরকাস। শেহান জয়সূর্যের জন্য সিয়াটল ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে। তাদের হয়ে সর্বোচ্চ রান করেন জয়সূর্য। ৪৫ বলে ৬০ রানে অপরাজিত থেকে যান তিনি।

 

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি লস এঞ্জেলস নাইট রাইডার্স। দ্রুত উইকেট হারায় নাইটরা। ২২ রানে চার উইকেট হারায় নাইট রাইডার্স। এরপরে রুসো ও রাসেল নাইটদের ইনিংস গোছানোর কাজ শুরু করেন। দু’ জনে ৬৭ রানের পার্টনারশিপ গড়েন। ১২-তম ওভারে রাসেল ফেরেন। ২৯ বলে ৩৭ রান করেন তিনি।

 

তার পরেও উইকেট হারায় লস এঞ্জেলস নাইট রাইডার্স। কিন্তু রুশো একদিকে টিকে থেকে নাইটদের ম্যাচ জেতান। শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে লস এঞ্জেলস নাইট রাইডার্সকে ম্যাচ জেতান রুসো।

[আরও পড়ুন: শহরে ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত, স্বাগত জানাতে মাঝরাতেই বিমানবন্দরে লাল হলুদ জনতার ঢল]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub