Advertisement
Advertisement
Lionel Messi Mural Inter Miami

মেসির ম্যুরালে তুলির শেষ টান বেকহ্যামের, রইল ভিডিও

২১ জুলাই ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচ খেলবেন লিওনেল মেসি।

Lionel Messi's mural got a finishing touch by David Beckham । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 10, 2023 2:53 pm
  • Updated:July 10, 2023 2:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসিকে (Lionel Messi) বরণ করে নিতে তৈরি ইন্টার মায়ামি। মেসি খেলবেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami)। এই খবর প্রকাশিত হওয়ার পরেই উন্মাদনা শুরু হয়ে যায় মার্কিন মুলুকে। একটি দেওয়ালে মেসির ম্যুরাল আঁকা হয়। মেসি আসছেন, তাই ম্যুরালটিতে রং লাগানো হচ্ছে। আর তার তদারকি করছেন স্বয়ং ডেভিড বেকহ্যাম (David Beckham)। প্রাক্তন তারকার জন্যই ইন্টার মায়ামিতে আসা মেসির। ক্লাবের কো-ওনার তিনি।

বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে একটি ক্রেনে করে উপরে উঠে মেসির ম্যুরালে রং লাগাচ্ছেন কয়েকজন। আর তাঁদের কাজ খতিয়ে দেখছেন প্রাক্তন ফুটবল তারকা। স্ত্রী ভিক্টোরিয়া ইংল্যান্ডের প্রাক্তন তারকা প্রসঙ্গে বলেছেন, ”ডেভিড কিন্তু দারুণ কাজ করছে। অল্প কয়েকদিন হয়েছে আমরা মায়ামিতে এসেছি। এসেই ডেভিড কাজে নেমে পড়েছে। কোন কাজটা ও পারে না?”

Advertisement

[আরও পড়ুন: অভিজ্ঞতা সত্ত্বেও রোহিতের অধিনায়কত্ব হতাশাজনক, হিটম্যানকে তোপ গাভাসকরের]

 

উল্লেখ্য, ২১ জুলাই ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে প্রথম ম্যাচ খেলবেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুল। তাদের মিডফিল্ডার এরিক লিরা কিন্তু মেসিকে বেশি গুরুত্ব দিতে নারাজ। ইন্টার মায়ামির সঙ্গে ম্যাচটাকেও অন্য আর পাঁচটা ম্যাচের মতোই মনে করছেন এরিক লিরা। মেসির মাঠে নামার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। 

[আরও পড়ুন: আদিবাসী যুবকের মুখে প্রস্রাব ‘বিজেপি কর্মী’র, মানতে না পেরে দল ছাড়লেন নেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement