Advertisement
Advertisement

অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন মেসি

“আর্জেন্টিনার ফুটবলের উন্নতির জন্য অনেক পরিবর্তন দরকার৷ কিন্তু বাইরে থেকে সমালোচনা না করে দায়িত্ব নিয়ে সেগুলো ঠিক করতে চাই আমি৷ তাই ফিরে আসার সিদ্ধান্ত নিলাম৷”

Lionel Messi To Make Argentina Return After Brief International Retirement
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 13, 2016 9:47 am
  • Updated:August 13, 2016 9:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে সবে শুরু হয়েছে উইক এন্ড৷ জেন এক্স শুরু করছে সপ্তাহান্তের ওয়ার্ম আপ৷ তার আগেই সোশ্যাল নেটওয়ার্কে হঠাৎ করেই দেখা দিল নতুন ট্রেন্ড৷
অবসর ভেঙে ফিরছেন মেসি!
একেবারেই চোখ কপালে তোলার মতো বিষয় নয়৷ আবার নীল-সাদা জার্সি গায়ে মাঠে দেখা যাবে আধুনিক ফুটবলের রাজপুত্রকে৷
শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর তাঁর সঙ্গেই কেঁদেছিল গোটা ফুটবল বিশ্ব৷ যেন বিশ্বাস করতেই পারেননি, পেনাল্টি মিস করতে পারেন তিনি৷ বিশ্বাস করতে পারেননি যে, কোপা চ্যাম্পিয়ন হবে না আর্জেন্টিনা৷ টানা তিনটি মেজর ফাইনালে হারের পর আর চুপ থাকতে পারেননি মেসি৷ নিয়ে ফেলেছিলেন সিদ্ধান্ত৷ আর খেলবেন না জাতীয় দলের হয়ে৷ তিনি নাকি ‘পয়া’ নন৷ তিনি নাকি যোগ্য ‘নেতা’ নন৷ তাই হয়তো মন শক্ত করেই বিদায় নিয়েছিলেন দেশের দায়িত্ব থেকে৷ আগামী প্রজন্মের হাতে ছেড়ে দিয়েছিলেন দেশের সম্মানরক্ষার ব্যাটন৷
তাঁর অবসরের সিদ্ধান্ত নেওয়ার পরই ‘হায় হায়’ করে উঠেছিল গোটা বিশ্ব৷ এবার কী হবে আর্জেন্টিনার? হয়তো পর্দার পিছনে থেকে এই উত্তরই খুঁজতে চেয়েছিলেন তিনিও৷ কিন্তু অল্প কয়েক দিনেই হয়তো পেয়েছেন উত্তর৷ তিনি ছাড়া কেউ নেই, যিনি আর্জেন্টিনার সম্মানরক্ষা করতে পারেন৷ প্রমাণ মিলেছে ওলিম্পিকেই৷ খালি হাতে ফিরতে হয়েছে গ্রেটেস্ট শো থেকে৷ এরপরই এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন ফিরে আসার সিদ্ধান্তের কথা৷ বলেছেন, “জাতীয় দলে এখন প্রচুর সমস্যা রয়েছে৷ আর নতুন করে দেশকে বিপদে ফেলতে চাই না৷ আমি চেয়েছিলাম যেভাবেই হোক না কেন দেশের যেন ভাল হয়৷ আর্জেন্টিনার ফুটবলের উন্নতির জন্য অনেক পরিবর্তন দরকার৷ কিন্তু বাইরে থেকে সমালোচনা না করে দায়িত্ব নিয়ে সেগুলো ঠিক করতে চাই আমি৷ তাই ফিরে আসার সিদ্ধান্ত নিলাম৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement