Advertisement
Advertisement
Inter Miami Lionel Messi

ফের মেসি-ম্যাজিকে জিতল ইন্টার মায়ামি, হাতছাড়া হল হ্যাটট্রিক

লাল কার্ডও দেখতে পারতেন এলএম ১০।

Lionel Messi scores again for Inter Miami । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 3, 2023 5:37 pm
  • Updated:August 3, 2023 5:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি (Lionel Messi) ইন্টার মায়ামিতে (Inter Miami) আসার আগে  খেলেছিল ১৩টি ম্যাচ। তার মধ্যে ইন্টার মায়ামি জিতেছিল ২টি। ড্র করেছিল ৩টিতে। আর হারতে হয়েছিল ৮টি ম্যাচ।

মেসি দলে যোগ দেওয়ার পর বদলে গিয়েছে ইন্টার মায়ামি। টানা তিনটি ম্যাচই জিতেছে মেসির দল। ইন্টার মায়ামি ৩-১ গোলে হারাল অরল্যান্ডো সিটিকে। জোড়া গোল করেন মেসি। এদিন হ্যাটট্রিক করতেই পারতেন আর্জেন্টাইন তারকা। পেনাল্টি পেয়েছিল ইন্টার মায়ামি। কিন্তু মেসি নিজে পেনাল্টি নেননি। ছেড়ে দেন তা। সতীর্থ ভেনেজুয়েলান স্ট্রাইকার জোসেফ মার্টিনেজকে দিয়ে গোল করান মেসি। 

Advertisement

[আরও পড়ুন: ম্যাকহিউয়ের বিকল্প মোহনবাগানে, আসছেন রোনাল্ডোকে চ্যালেঞ্জ জানানো ডিফেন্ডার]

 

খেলার ৭ এবং ৭২ মিনিটে গোল করেন মেসি। প্রথমটি বাঁ পায়ের সাইডভলিতে, পরেরটি ডান পায়ে। সেটাও সাইডভলি। গোল করে দর্শকদের আনন্দ দিয়েছেন। লাল কার্ডও দেখতে পারতেন মেসি। হ্যাটট্রিক যেমন করতে পারতেন মেসি, লাল কার্ডও দেখতে পারতেন তিনি।  

২১ মিনিটে বিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন বিশ্বজয়ী মেসি। পরে অরল্যান্ডোর এক খেলোয়াড়কে ধাক্কাও দেন। এর জন্য দ্বিতীয় হলুদ কার্ডও দেখতে পারতেন। দশ জনে নেমেও যেতে পারত ইন্টার মায়ামি। রেফারি অবশ্য মেসিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি। অরল্যান্ডোর কোচ অস্কার পারেজা রেফারিং নিয়ে সমালোচনা করেন। বলেন, ”আজ রাতে সার্কাস হয়েছে। মেসি দ্বিতীয় হলুদ কার্ড দেখতেই পারত। মেসি বলে ওকে বেশি গুরুত্ব আমি দেব না।” 

[আরও পড়ুন: আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি, গিল-ঈশানে মজে লারা]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement