Advertisement
Advertisement
Lionel Messi

আটবার ব্যালন ডি’অর জয়ী মেসিকে ৮টি স্পেশাল সোনার আংটি উপহার, কী বিশেষত্ব?

অষ্টমবার ব্যালন ডি'অর জিতে ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছেন লিওনেল মেসি।

Lionel Messi presented with gold rings to celebrate each win | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:November 1, 2023 9:57 am
  • Updated:November 1, 2023 9:57 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনিই যে সর্বকালের সেরা, সেই বিতর্কে জল ঢেলে দিয়েছিলেন বিশ্বকাপের ট্রফি হাতে তুলেই। আর অষ্টমবার ব্যালন ডি’অর জিতে ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছেন লিওনেল মেসি। এ যুগে ফুটবলের সেরা প্রাপ্তি তিনি। নক্ষত্রের মতো উজ্জ্বল তাঁর উপস্থিতিতে সম্বৃদ্ধ বিশ্ব ফুটবল। সেই এলএম টেন অষ্টম ব্যালন ডি’অর হাতে তোলার পরই তাঁর হাতে দেখা গেল আটটি সোনার আংটি!

দুই হাত মিলিয়ে আটটি আঙুলে মোটা মোটা আটটি সোনার আংটি পরেছেন মেসি (Lionel Messi)। শুধু তাই নয়, তা পরে ফটোশুটও করেছেন। স্বাভাবিক ভাবেই অনুরাগীদের কৌতূহল বেড়েছে, হঠাৎ মেসির হাতে এত আংটি কেন? কী বিশেষত্ব সেই আংটির? আসলে ইন্টার মায়ামি তারকার আটটি ব্যালন ডি’অর পাওয়ার সাফল্য সেলিব্রেট করতেই মেসিকে এই আংটি উপহার দিয়েছে স্পোর্টস সরঞ্জাম প্রস্তুতকারী এক সংস্থা।

Advertisement

[আরও পড়ুন: বিনা ভিসাতেই ঘুরে আসুন থাইল্যান্ড! বড় ঘোষণা সে দেশের পর্যটন দপ্তরের]

১৪ ক্যারেট সোনার প্রতিটি আংটিতে খোদাই করা মেসির ব্যালন ডি’অর জয়ের বছর। শুধু তাই নয়, কোনওটিতে তিনটি তারার মাধ্যমে বোঝানো হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। আবার এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ ৯১ গোলের ইতিহাসও খোদাই করা হয়েছে একটি আংটিতে। শোনা যাচ্ছে, এই আংটিগুলিকে নিলামে তোলা হবে। স্বাভাবিকভাবেই মেসির রেকর্ড দিয়ে তৈরি তাঁরই আঙুলে ওঠা আংটি নিলামে তোলা হলে, তা দখল করতে ঝাঁপিয়ে পড়বেন বহু মানুষ। তবে নিলাম নিয়ে এখনও বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, এর আগে ১৯৯৬ সালে NBA কিংবদন্তি বিল রাসেল একইরকম ভাবে আংটি হাতে ফটোশুট করেছিলেন। সেই স্মৃতি ফেরালেন আর্জেন্টাইন মহাতারকা। সোশাল মিডিয়ায় এখন জোরকদমে চলছে সেই চর্চাই।

[আরও পড়ুন: ‘জনগণের টাকায় ক্ষতিপূরণ দিলে বৃহত্তম আন্দোলন’, সিঙ্গুর নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর, পালটা কুণালের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement