Advertisement
Advertisement

Breaking News

মেজাজ হারিয়ে দর্শকদের অশ্লীল গালাগাল মেসির

ক্লিক করে দেখে নিন মেসির মেজাজ হারানোর দৃশ্য৷

Lionel Messi loses his temper and abuses Valencia fans
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 23, 2016 4:20 pm
  • Updated:October 23, 2016 4:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মধ্যে মেজাজ হারালেন এলএম টেন! না, বিপক্ষের কোনও ফুটবলারের উপর নয়৷ ভ্যালেন্সিয়ার সমর্থকদের আচরণে তেলে বেগুনে জ্বলে উঠলেন লিওনেল মেসি৷

শনিবার স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার ঘরের মাঠেই ঘরের দলকে হারিয়েছে বার্সেলোনা৷ প্রায় ড্র হয়ে যাওয়া ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে জয় (৩-২) নিশ্চিত করেন বার্সা তারকা মেসি৷ আর তাতেই রেগে যায় ভ্যালেন্সিয়া ভক্তরা৷ গোলের পর নেমার, মেসি, সুয়ারেজদের সেলিব্রেশনের মাঝেই গ্যালারি থেকে জলের বোতল উড়ে এসে নেমারের মাথায় লাগে৷ মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েন ব্রাজিলীয় পোস্টার বয়৷ সতীর্থর এমন হাল দেখে রাগে গ্যালারির দিকে তেড়ে যান মেসি৷ সমর্থকদের কটাক্ষ করেন৷ তারপরই অবশ্য দলের বাকিরা তাঁকে শান্ত করেন৷

Advertisement

খেলার মাঠে সচরাচর মাথা গরম করতে দেখা যায় না আর্জেন্টাইন সুপারস্টারকে৷ কিন্তু সতীর্থর কোনও ক্ষতি যে তিনি মেনে নেবেন না, তা বুঝিয়ে দিলেন৷ আর এই ঘটনাই মনে করিয়ে দিল, যে মেসি শুধু বিশ্বের সেরা ফুটবলারই নন, টিম ম্যানও বটে৷

ক্লিক করে দেখে নিন সেই ভিডিও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement