Advertisement
Advertisement
Lionel Messi Kylian Mbappe

ইন্টার মায়ামি যাওয়ার আগে এমবাপেকে পিএসজি ছাড়ার পরামর্শ মেসির, সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা

এমবাপেকে এমন পরামর্শ দেওয়ায় পিএসজি ভক্তদের বিরাগভাজন হতে পারেন মেসি।

Lionel Messi endorsed Kylian Mbappe's potential move to Real Madrid before leaving PSG। Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 23, 2023 1:53 pm
  • Updated:June 23, 2023 1:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস সাঁ জাঁ ছেড়ে ইন্টার মায়ামিতে যাচ্ছেন লিওনেল মেসি (Lionel Messo)। তিনি মার্কিন-মুলুকে পা দেওয়ার আগে পিএসজি-তারকা কিলিয়ান এমবাপেকেও (Kylian Mbappe) প্যারিসের বিখ্যাত ক্লাব ছাড়ার পরামর্শ দিলেন।

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, কিলিয়ান এমবাপে দল ছাড়বেন। প্যারিস সাঁ জাঁ ছেড়ে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে যেতে পারেন এমবাপে, এমনই জল্পনা চলছে। এর মধ্যেই খবর, পিএসজি ছাড়ার পরামর্শ এমবাপেকে দিয়েছেন মেসি। এলএম১০ বলেছেন, ”আমি বলব তুমি বার্সাতেই যাও। কিন্তু তুমি যদি রিয়াল মাদ্রিদে যেতে চাও, তাহলে যেতে পার। এমন একটা ক্লাবে যাও, যারা জিততে পারে, চ্যাম্পিয়ন হতে পারে।”

Advertisement

[আরও পড়ুন: আমেরিকায় ক্রিকেট কূটনীতি মোদির, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলুক বাইডেনের দেশ, চাইছেন প্রধানমন্ত্রী]

 

মেসির এই প্রতিক্রিয়ার পরে ভক্তরা প্রতিক্রিয়া জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এক ভক্ত লিখেছেন, ”ঠিক কথাই বলেছে।” আরেক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”মেসি জানে বার্সা শেষ হয়ে গিয়েছে।”

 

মেসির পরামর্শে ক্ষিপ্ত হতে পারেন প্যারিস সাঁ জাঁর ভক্তরাও। করিম বেঞ্জিমা চলে গিয়েছেন সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে। বেঞ্জিমার উত্তরসূরি হিসেবে এমবাপেকে ভাবছে রিয়াল।

[আরও পড়ুন: বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে অনিশ্চয়তা বাড়ল, এবার বিস্ফোরক বিবৃতি পাক বিদেশমন্ত্রকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement