আরও একবার মেসি-রোনাল্ডো ডুয়েল দেখা যাবে। ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের শেষ দিকে এসেও দুজন এখনও সবুজ ঘাসে ফুল ফুটিয়ে যাচ্ছেন। একজন লিওনেল মেসি (Lionel Messi)। আর একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এলএম টেন (LM 10) পিএসজি-কে (PSG) বিদায় জানিয়েছেন। এখন তাঁর ঠিকানা ইন্টার মিয়ামি এফসি (Inter Miami FC)। অন্যদিকে সিআর সেভেন (CR 7) ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আল নাসের এফসিতে (Al Nassr FC) নাম লিখিয়েছেন। এহেন দুই মহাতারকা ফের একবার ৯০ মিনিটের যুদ্ধে মুখোমুখি হচ্ছেন। আগামী বছরের জানুয়ারিতে রিয়াধ সিজন কাপে আল নাসেরের (Al Nassr FC) বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে ইন্টার মায়ামি (Inter Miami FC)। সেখানে রোনাল্ডোর বিরুদ্ধে মাঠে নামবেন মেসি। কবে হবে ম্যাচ?
তিন দলের এই প্রতিযোগিতায় ২৯ জানুয়ারি আল হিলালের বিরুদ্ধে খেলবে ইন্টার মায়ামি। এর পর ১ ফেব্রুয়ারি মেসির দল খেলবে আল নাসেরের বিরুদ্ধে। ফাইনালে আবার মুখোমুখি হবে সেরা দুটি দল। সৌদি লিগে এই মুহূর্তে শীর্ষে রয়েছে আল হিলাল ও আল নাসের। রোনাল্ডোও দারুণ ছন্দে রয়েছেন। গোলদাতাদের মধ্যে শীর্ষে। ইন্টার মায়ামিতে পা রেখে যথেষ্ট সফল মেসিও। ফলে রিয়াধ সিজন কাপে রোনাল্ডো বনাম মেসি দেখার জন্য মুখিয়ে থাকবে সারা বিশ্ব। অনেকেই মাঠে গিয়ে খেলা দেখার ইচ্ছেও প্রকাশ করেছে। কয়েক বছর আগে লা লিগায় অহরহ মেসি-রোনাল্ডো ডুয়েল দেখা যেত। তবে পর্তুগালের মহাতারকা জুভেন্টাসে চলে যাওয়ার পর পরিস্থিতি পাল্টায়। যদিও ফের একবার দুই জীবন্ত কিংবদন্তিকে বল দখলের লড়াইয়ে দেখা যাবে।
নিজেদের লম্বা কেরিয়ারে মোট ৩৫বার মুখোমুখি হয়েছেন মেসি আর রোনাল্ডো। দেশ ও ক্লাবের হয়ে জয়ের নিরিখে এগিয়ে রয়েছে মেসি। জিতেছেন মোট ১৬টা ম্যাচ। রোনাল্ডোর টিম জিতেছে ১০বার। ৯টা ম্যাচ ড্র। রোনাল্ডোর টিমের বিরুদ্ধে বেশি গোল মেসিরই। মোট ২১টা গোল করার পাশাপাশি করিয়েছেন ১২টা গোল। রোনাল্ডো করেছেন ২০টা গোল। করিয়েছেন একটা গোল। এবার দুই মহাতারকা সাক্ষাতে কে জয়ের মুখ দেখে সেটা নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.