Advertisement
Advertisement

ইন্টার মায়ামিতে যোগ দিয়েই কোন বিশেষ রেকর্ড গড়লেন মেসি? জেনে নিন

ক্রুজ আজুলের বিরুদ্ধে নিজের অভিষেক ম্যাচে শেষ মুহূর্তে মেসি ফ্রি কিক থেকে গোল করেন।

Lionel Messi becomes top scorer for Inter Miami in 2023 after just four matches। Sangbad Pratidin

গোলের পর এভাবেই সেলিব্রেশন করেন লিওনেল মেসি। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 8, 2023 4:01 pm
  • Updated:August 8, 2023 9:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টার মায়ামিতে (Inter Miami FC) যোগ দেওয়ার পর এখনও পর্যন্ত খেলেছেন মাত্র চারটি ম্যাচ। আর ৯০ মিনিটের যুদ্ধে মাঠে নেমেই রেকর্ড তৈরি করে ফেললেন লিওনেল মেসি (Lionel Messi)। চারটি ম্যাচ খেলে চলতি মরশুমে ইন্টার মায়ামির হয়ে সবথেকে বেশি গোল করার রেকর্ড তৈরি করে ফেললেন ‘এল এম টেন’ (LM 10)। লিগ কাপে গত ম্যাচে তিনি গোল করে আর্জেন্টিনার (Argentina) মহাতারকার গোল সংখ্যা নিয়ে গেলেন সাতে।

ক্রুজ আজুলের বিরুদ্ধে নিজের অভিষেক ম্যাচে শেষ মুহূর্তে মেসে ফ্রি কিক থেকে গোল করেন। এরপর তিনি পরের দুটি ম্যাচ যথাক্রমে অ্যাটলান্টা ইউনাইটেড ও অরল্যান্ডো সিটির বিরুদ্ধেও গোল পান। এরপর চতুর্থ ম্যাচ খেলতে তিনি নামেন ডালাসের বিরুদ্ধে। সেখানে তিনি দুটো গোল করেন। ম্যাচ ৪-৪ গোলে ড্র হলেও শেষে পেনাল্টি শ্যুটআউটে গেলে ৫-৩ গোলে জিতে যায় ইন্টার মায়ামি। তবে ম্যাচ প্রথমে ড্র হয়েছিল মেসির জন্যই।

Advertisement

[আরও পড়ুন: ‘মাদার অফ অল ব্যাটল’-এর আগে বড় বিতর্ক থেকে বাঁচলেন রোহিত! দেখুন ভাইরাল ভিডিয়ো]

ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত মায়ামি ২ গোলে পিছিয়ে ছিল। এরপর ৮৫ মিনিটের মাথায় বাঁক খাওয়ানো ফ্রি কিক থেকে গোল করেন যান মেসি। এরপরই পেনাল্টিতে যায় ম্যাচ। ফলে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল ইন্টার মায়ামি। লিগ কাপে চারটে ম্যাচে ৭ গোল করে মেসি সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন। লিগ কাপ খেলা হয় মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগা MX-এর ক্লাবগুলোকে নিয়ে। এখানে ম্যাচ ড্র হলে অতিরিক্ত সময় খেলা হয় না। সরাসরি টাইব্রেকারে চলে যায়। সেটাই হয়েছিল এই ম্যাচের ক্ষেত্রে।

মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত দল জয়ের মুখ দেখেনি। তিনি যোগ দিয়ে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন। তাঁর যোগদানের পর দলের কর্ণধার ডেভিড বেকহ্যাম জানিয়েছিলেন তিনি মেসিকে মানিয়ে নিতে সময় দিতে চান, তবে মেসির সেই সময় লাগেনি। তিনি যোগ দেওয়ার দিন থেকেই ছন্দে ছিলেন আর মাঠে নেমে সেটা প্রমাণ দিয়েছেন।

[আরও পড়ুন:  অবিশ্বাস্য! ৮৩ বছরেও পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে কিপিং স্কটিশের, দেখুন ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement