সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুগাবসান হল ভারতীয় ফুটবলে। অবসর ঘোষণা করলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে নিজের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে খেলবেন কিংবদন্তি। অর্থাৎ, ভারতীয় ফুটবলের মক্কা কলকাতা থেকেই ফুটবলকে বিদায় জানাতে চলেছেন তিনি। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় অবসরের কথা জানালেন সুনীল।
I’d like to say something… pic.twitter.com/xwXbDi95WV
— Sunil Chhetri (@chetrisunil11) May 16, 2024
এদিন ১৯ বছরের ফুটবল পরিক্রমা শেষের ঘোষণা করেন সুনীল। ভিডিও বার্তায় নস্ট্যালজিক হয়ে পড়েন তিনি। প্রথম ম্যাচের অভিজ্ঞতা বলছিলেন ভারতের গোলমেশিন। সুনীলের কথায়, দেশের জার্সি গায়ে প্রথমবার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম। অবিশ্বাস্য সেই অনুভূতি ছিল। ভাষায় প্রকাশ করা যাবে না তা। ম্যাচের আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখী স্যর আমাকে জানিয়েছিলেন, প্রথম একাদশে আমি রয়েছি। সেই অনুভূতি বলে বোঝানোর নয়।”
দীর্ঘ ১৯ বছর ধরে প্রথম ম্যাচ খেলতে নামার মূহূর্তগুলোই লালন পালন করে গিয়েছেন সুনীল। স্মৃতির পাতা উলটে তিনি বলছিলেন, ”জার্সি হাতে পাওয়ার পরে তাতে পারফিউম স্প্রে করেছিলাম। ব্রেকফাস্ট থেকে ম্যাচ খেলতে নামার আগের সব মুহূর্তগুলো মনে আছে। আমার অভিষেক ম্যাচ। অভিষেক ম্যাচে গোল। ৮০ মিনিটে গোল হজম করা। সব মনে রয়েছে আমার।” সুনীল বলেন, “আমার মাকে অবসরের কথা জানিয়েছিলাম। তার পরে বাবা। বাবা সবসময়ে হাসিখুশি থাকেন। তিনি স্বাভাবিক ভাবেই নিয়েছিলেন ছেলের অবসরের কথা। আমার স্ত্রী যে প্রতিটি ম্যাচের চাপ নিত গ্যালারিতে বসে, তাঁকেও জানাই খবরটা। পরিবার সবার আগে। ওরাও আবেগপ্রবণ হয়ে পড়েছিল।”
কিংবদন্তি বলেন, “এবার থেকে যেকদিন জাতীয় শিবিরে আমি ট্রেনিং করব, আমি উপভোগ করব প্রতিটি দিন। আমি চাপ অনুভব করব না। কুয়েতের বিরুদ্ধে ম্যাচটা খুবই চাপের। তিন পয়েন্ট আমাদের দরকার। তৃতীয় রাউন্ডে ওটার জন্য ওই ম্যাচটা আমাদের কাছে খুব গুরুত্বপূরণ। কিন্তু আমি কোনও চাপ অনুভব করছি না। ১৫-২০ দিনের ট্রেনিং, কুয়েতের সঙ্গে শেষ ম্যাচ–আমি নিশ্চিত প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করব।”
দীর্ঘ কেরিয়ারে কত ফুলই না ফুটিয়েছেন সুনীল ছেত্রী। দেশের জার্সিতে গোলসংখ্যার দিক থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির সঙ্গে একই নিঃশ্বাসে উচ্চারিত হত ভারতের সুনীলের নাম। ১৫০ ম্যাচে ৯৪ গোলের অবিশ্বাস্য রেকর্ড রয়েছে তাঁর। অভিষেক ম্যাচে গোল করেছিলেন। প্রতিটি মাইলস্টোনের ম্যাচে গোল রয়েছে সুনীলের। দেড়শো-তম ম্যাচেও গোল করেন। দিন যত এগিয়েছে সুনীল ততই পরিণত হয়েছেন। ক্রিকেটশাসিত পৃথিবীতে সুনীলের অবদান অতি মূল্যবান। তাঁর অবসর ভারতীয় ফুটবলের এক গর্বিত অধ্যয়ের সমাপ্তি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.