সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোর্টের ভিতরের লড়াইটা তাঁর কাছে হয়তো এর চেয়ে বেশ সহজ৷ কারণ সেখানে জিততে হলে অন্য কারও মুখ চেয়ে থাকতে হয় না৷ কোর্টের বাইরের যুদ্ধটা তাই ছিল অনেক কঠিন৷ শনিবার লিয়েন্ডার পেজ শুধু গৃহযদ্ধ জিতলেনই নয়, বিশ্বরেকর্ডও কায়েম করলেন৷
এদিন সর্বভারতীয় টেনিস ফেডারেশন জানিয়ে দিল, রিও ওলিম্পিকে রোহন বোপন্নার সঙ্গে জুটি বাঁধবেন লিয়েন্ডার পেজই৷ পদক জয়ের ক্ষেত্রে এঁরাই দেশের সেরা প্রতিনিধি বলে বিশ্বাস এআইটিএ-র৷ ১৮টি গ্র্যান্ড স্লাম জয়ী কিংবদন্তি রিওর টিকিট পাবেন কি না, তা নির্ভর করছিল রোহন বোপন্নার ওপর৷ এটিপি ব়্যাঙ্কিংয়ের প্রথম ১০-এ থাকার সুবাদে সরাসরি ওলিম্পিকের ছাড়পত্র পেয়ে যান তিনি৷ তারপরই এআইটিএ-কে জানিয়ে দেন, পার্টনার হিসেবে তিনি সাকেত মিনেনিকে চান৷ বোপন্নার আবেদন এদিন খারিজ করে দেওয়া হয়৷ দুরন্ত ফর্মে থাকা ৪২ বছরের লি-কেই বোপন্নার সঙ্গী হিসেবে বেছে নেয় নির্বাচন কমিটি৷ এআইটিএ সিইও হিরণ্ময় চট্টোপাধ্যায় বলেন, “পদক জয়ের লক্ষ্য নিয়েই রিও যাবেন ভারতীয়রা৷ গতবারের পুনরাবৃত্তি আমরা চাই না৷ আমাদের মতে বোপন্না ও লি জুটিই বর্তমানে ভারতের সেরা জুটি৷ তাই সাকেত নয়, লি-কেই পাঠাতে আগ্রহী আমরা৷” মিক্সড ডাবলসে বোপন্নার জুটি বাঁধবেন সানিয়া মির্জার সঙ্গে৷ মহিলা ডাবলসে সানিয়ার সঙ্গী হবেন প্রার্থনা থোমবারে৷
গতবার লন্ডন ওলিম্পিকের আগেও পার্টনার বাছাই নিয়ে সমস্যা দেখা দিয়েছিল৷ অনভিজ্ঞ বিষ্ণু বর্ধনকে সঙ্গী হিসেবে পেয়েছিলেন পেজ৷ কোর্টের বাইরের একাধিক সমস্যায় সেবার হাতছাড়া হয়েছিল পদক৷ তাই এবার আর কোনও ঝুঁকি নেয়নি এআইটিএ৷ এই নিয়ে সপ্তমবার দেশের প্রতিনিধিত্ব করবেন কলকাতার ছেলে৷ যা বিশ্ব টেনিসে রেকর্ড৷ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে লি-ও বলে দিচ্ছেন, “বোপন্নাকে সঙ্গী করে রিও থেকে সোনা আনতে আমি প্রস্তুত৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.