Advertisement
Advertisement

Breaking News

এবার লা লিগার সঙ্গে জুড়ল ভারতের নাম

বৃহস্পতিবারই নয়াদিল্লিতে উদ্বোধন করা হল লা লিগা অপারেশনাল বেসের৷

La Liga launches operational base in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 16, 2016 12:48 pm
  • Updated:September 16, 2016 12:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর৷ মেসি, রোলান্ডো, সুয়ারেজদের মতো ফুটবল তারকারা এবার ভারতীয় জনতার আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছেন৷ কীভাবে? কারণ বৃহস্পতিবারই নয়াদিল্লিতে উদ্বোধন করা হল লা লিগা অপারেশনাল বেসের৷

স্প্যানিশ লিগকে ভারতে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যেই এই সংস্থা তৈরি করেছে লিগ কর্তৃপক্ষ৷ আমেরিকা, দুবাই, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও চিনের পর অপারেশন বেস খোলার জন্য ভারতকেই বেছে নিল লা লিগার সভাপতি জাভিয়ার তেবাস৷ উদ্বোধনি অনুষ্ঠানে তিনি বলেন, ভারতে স্প্যানিশ লিগের জনপ্রিয়তার কথা তিনি শুনেছেন৷ সেই কথা মাথায় রেখেই এই সংস্থা এ দেশে খোলা হল৷ সংস্থার তরফে এ দেশের কোচেদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে৷ ফলে যেমন ভারতীয় ফুটবলেরও উন্নত হবে, তেমনই লা লিগাও আরও জনপ্রিয় হয়ে উঠবে৷ শুধু তাই নয়, একটি ইংরাজি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এ দেশে লা লিগার বেশ কয়েকটি প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করা হবে৷

Advertisement

তেবাসের আশা, এমন ঐতিহাসিক সিদ্ধান্ত আগামী প্রজন্মের ফুটবলারদের আরও ভাল পারফর্ম করতে উদ্বুদ্ধ করবে৷ এমনকী ভারতীয় দর্শকদের সুবিধার জন্য স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টে থেকে লা লিগার ম্যাচগুলি দেখানোর ব্যবস্থাও করছে কর্তৃপক্ষ৷ অর্থাৎ মেসি ম্যাজিক দেখতে এখন আর রাত জাগার প্রয়োজন হবে না৷

বৃহস্পতিবার উদ্বোধনি অনুষ্ঠানে জাভিয়ার তেবাসের সঙ্গে উপস্থিত ছিলেন এআইএফএফ সচিব কুশল দাস ও বিশ্ব বিখ্যাত টেনিস তারকা রেফেল নাদালও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement