Advertisement
Advertisement

জুভেন্তাসে রোনাল্ডোর সইসাবুদ শেষ! রিয়ালে বদলি হিসেবে আসছেন এমবাপে?

জল্পনা আরও বাড়ছে জুভেন্তাসের প্রাক্তন সিইও লুসিয়ান মোগির কথায়।

kylian-mbappe-to replace-cristiano-ronaldo-in-real-madrid-squad
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 5, 2018 3:56 pm
  • Updated:July 5, 2018 3:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ যেন গৌণ, ছিটকে গিয়েও ফুটবলবিশ্বে শিরোনামে এখন শুধুই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দিন দুই আগে থেকেই শুরু হয়েছে তাঁর রিয়াল ছাড়ার জল্পনা। প্রথম দিকে অনেকেই এই জল্পনাকে নেহাত গুজব বলে উড়িয়ে দিচ্ছিলেন। কেউ কেউ আবার বলছিলেন, এটা নেহাত মাইনে বাড়ানোর ফিকির সিআর সেভেনের। কিন্তু যত সময় যাচ্ছে তত জোরালো হচ্ছে রোনাল্ডোর জুভেন্তাস যোগ। জল্পনা আরও বাড়ছে জুভেন্তাসের প্রাক্তন সিইও লুসিয়ান মোগির কথায়। ইটালির একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মোগি দাবি করেছেন, রোনাল্ডো ইতিমধ্যেই জুভেন্তাসে সই করে ফেলেছেন। এমনকি জার্মানির মিউনিখে হয়ে গিয়েছে তাঁর মেডিক্যাল টেস্টও। মোগির দাবি, জুভেন্তাসের বর্তমান কর্তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেই একথা জেনেছেন তিনি।

[মারাদোনার মন্তব্যের নিন্দায় সরব ফিফা, উঠল ক্ষমা চাওয়ার দাবি]

যদিও, সরকারিভাবে এখনও রিয়াল মাদ্রিদ, রোনাল্ডো বা জুভেন্তাস, কোনও পক্ষই এই নজিরবিহীন ট্রান্সফার নিয়ে কোনও বিবৃতি দেয়নি। তবে, ইটালিয়ান সংবাদমাধ্যমের খবর যে কোনও সময় রোনাল্ডোর জুভেন্তাস যোগদানের কথা সরকারিভাবে ঘোষণা করা হতে পারে। ইটালিয়ান সংবাদমাধ্যমের দাবি, কমবেশি ৮৮ মিলিয়ন ইউরোয় জুভেন্তাসে সই করতে চলেছেন পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী। রোনাল্ডোকে চার বছরের চুক্তিতে সই করাতে চলছে সিরি-এ চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর রিয়াল ত্যাগের জল্পনা উসকে দিয়েছিলেন খোদ  রোনাল্ডোই। তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পর ইঙ্গিতপূর্ণভাবে রিয়াল সমর্থকদের ধন্যবাদ জানিয়েছিলেন সিআর সেভেন। জল্পনা সত্যি হলে তাঁর সেদিনের দেওয়া ইঙ্গিতই বাস্তবায়িত হতে চলেছে।

[মেসিদের যুগ শেষ! রোনাল্ডোর মতে, এবার দুনিয়া কাঁপাবে নেইমার]

এদিকে রোনাল্ডোর বদলি খোঁজার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে রিয়ালেও। রোনাল্ডোর পরিবর্ত হিসেবে প্রথমেই উঠে এসেছে দুটি নাম, এক নেইমার। এবং অপরজন বিশ্বকাপের উদীয়মান তারকা কিলিয়ান এমবাপে। দু’জনেই এখন খেলেন প্যারিস সাঁ জাঁ-তে। সুত্রের খবর, দুই তারকার অন্তত একজনকে সই করাতে চাইছে রিয়াল। আর তাঁর জন্য তাঁরা ৩০০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে রাজি আছে। যদিও, সরকারিভাবে এমবাপের জন্য ঝাঁপানোর কথা পুরোপুরি অস্বীকার করেছে রিয়াল। যতই হোক রোনাল্ডোর বদলি হিসেবে কোনও বিশ্বমানের তারকাকে সই করাতে না পারলে বার্সার থেকে পিছিয়ে পড়তে হবে তা হয়তো বুঝতে পারছেন রিয়াল প্রেসিডেন্ট পেরেজ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement