Advertisement
Advertisement

কে হবে বিশ্বচ্যাম্পিয়ন? কুলদীপ বেছে নিলেন প্রিয় দল

কী ভবিষ্যদ্বণী করল উট শিহান?

Kuldeep Yadav predicts Football World Cup champion
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 14, 2018 2:06 pm
  • Updated:September 14, 2023 6:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ একমাস ধরে চলতে থাকা গ্রেটেস্ট শোয়ের সমাপতন আগামিকাল। দুনিয়া কি পেতে চলেছে নতুন কোনও চ্যাম্পিয়নকে? নাকি আরও একবার বিশ্বজয় করে ইতিহাস গড়বে জিনেদিন জিদানের দেশ? সেই চর্চাই এখন তুঙ্গে। ইংল্যান্ড সফরে গিয়েও যে ভারতীয় দলের মন পড়ে রয়েছে সুদূর রাশিয়াতেই তা কুলদীপ যাদব, কেএল রাহুলের কথোপকথনেই স্পষ্ট। মাঠে নেমে ব্রিটিশদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছেন ভারতীয়রা। আর মাঠ ছাড়তেই চোখ রাখছেন টিভির পর্দায়। ফুটবল বিশ্বকাপ বলে কথা। তাই ইংল্যান্ডকে প্রথম ওয়ান ডে-তে হারানোর পর ঘুরে-ফিরে ক্রিকেটারদের মুখেও শোনা গেল বিশ্বকাপ ফাইনালের আলোচনাই।

Advertisement

বৃহস্পতিবার প্রথম ওয়ান ডে-তে ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়েছেন ভারতীয় চায়নাম্যান কুলদীপ। ২৫ রানে ছয় উইকেট তুলে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন। আর তারপরই তাঁর মুখে শোনা গেল ফুটবল বিশ্বকাপের কথা। কেএল রাহুলের সঙ্গে আলোচনায় জানান, ফাইনালে কোন দলকে সমর্থন করছেন তিনি। ব্রাজিল ভক্ত কুলদীপ বলেন, “বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিলকে সমর্থন করছিলাম। কিন্তু তারা তো ছিটকে গিয়েছে। তবে ফাইনালে আমার মনে হয় ফ্রান্সই বাজিমাত করবে। ওদের দলটা দারুণ। ওরাই কাপ তুলবে।”

[ঘোষিত কাতার বিশ্বকাপের দিনক্ষণ, প্রথমবার শীতকালে হবে টুর্নামেন্ট]

ভারতীয় তারকার পাশাপাশি বিশ্বকাপ ফাইনালের ফলাফল নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন দুই প্রাক্তন ফুটবলার পল মার্সন এবং চার্লি নিকোলাস। প্রাক্তন ব্রিটিশ তারকা পল মার্সন বলছেন, টুর্নামেন্টে দারুণ ফর্মে রয়েছে ক্রোয়েশিয়া। তাই ফাইনালে মদ্রিচরা জিতে গেলেও অবাক হওয়ার কিছু নেই। তবে ফ্রান্স দলগতভাবে ভাল খেলছে। তাই এই লড়াইয়ে তিনি খানিকটা হলেও এগিয়ে রাখছেন গ্রিজম্যানদেরই। মার্সনের দাবি, অলিভিয়ার জিরুই দেশঁর তুরুপের তাস হয়ে উঠতে পারেন। একই সুর শোনা গেল নিকোলাসের গলাতেও। প্রাক্তন স্কটিশ তারকা জানাচ্ছেন, ক্রোয়েশিয়া শুরুতে গোল খেয়ে যায়। আর সেই সুযোগই কাজে লাগাবে ফ্রান্স। তাই ফাইনালে অ্যাডভান্টেজ ফরাসিদেরই। তবে ফল যাই হোক, জমজমাট একটা লড়াই দেখা যাবে বলেই আশা নিকোলাসের।

তবে শুধু ক্রীড়াবিদরাই নন, বিশ্বকাপের ফাইনালের ভবিষ্যদ্বাণী করছে ওরাও। যারা প্রতি বিশ্বকাপেই আলাদা করে নজর কাড়ে। গত বিশ্বকাপে যেমন চর্চায় ছিল অক্টোপাস পল, তেমনই এবার নজর কেড়েছে দুবাইয়ের উট শাহিন। সে কিন্তু জানিয়ে দিয়েছে, এবারের ট্রফি ঘরে তুলবে মদ্রিচের ক্রোয়েশিয়াই। এবার দেখার, সুপার সানডের মেগা ম্যাচে কার ভবিষ্যদ্বাণী মেলে, ক্রীড়াবিদদের নাকি শাহিনের।

[সোনার বুটের দৌড়ে লুকাকু-কেন, জমে যাবে তৃতীয় স্থানের লড়াই]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement