Advertisement
Advertisement

Breaking News

যুব বিশ্বকাপের ফাইনাল পেতে চলেছে কলকাতা

এ মাসের শেষেই পরিষ্কার হয়ে যাবে, তিলোত্তমার মুকুটে আরও এক নতুন পালক জুড়তে চলেছে কি না৷

Kolkata likely to host U17 football World Cup final
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 18, 2017 10:52 am
  • Updated:June 16, 2022 5:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঙ্গিত আগেই ছিল৷ এবার সেই ইঙ্গিতই কার্যত বাস্তবায়িত হতে চলেছে৷ সব ঠিকঠাক চললে যুবভারতীতেই বসবে যুব বিশ্বকাপের আসর৷

মাসকয়েক আগে গুঞ্জন বাড়িয়ে দিয়েছিলেন টুর্নামেন্ট ডিরেক্টর জেভিয়ার সিপ্পি৷ জানুয়ারিতে কলকাতা সফরে এসে যুবভারতীর কাজ দেখে প্রচণ্ড খুশি হন তিনি৷ দিল্লি, কোচি, মুম্বই, গুয়াহাটির মতো ভেন্যুগুলির থেকেও ডিরেক্টরের বেশি মনে ধরছিল সল্টলেক স্টেডিয়াম৷ তিনি বলেছিলেন, সবথেকে ভাল এবং বেশি কাজ হয়েছে কলকাতাতেই৷ সুতরাং সেদিনই তাঁর কথায় ছিল ফাইনাল এই শহরে হওয়ার ইঙ্গিত৷ মার্চের শেষে আরও একবার স্টেডিয়াম পরিদর্শনে আসবে ফিফার এক প্রতিনিধি দল৷ আপাতত যা খবর, তাতে সেই সফরেই ফাইনাল আয়োজনের ছাড়পত্র পেয়ে যাবে যুবভারতী৷ অর্থাৎ শুধু সরকারি সিলমোহরের অপেক্ষা৷

Advertisement

[দুর্ঘটনায় গাড়িতে আগুন, পুড়ে মৃত্যু জাতীয় স্তরের কার রেসারের]

যে স্টেডিয়ামে বল নিয়ে দাপিয়েছেন লিও মেসি, গোলপোস্টের নিচে দাঁড়িয়েছেন অলিভার কান, সেই স্টেডিয়াম চলতি বছর ফের ইতিহাসে নাম লেখাতে চলেছে৷ এ মাসের শেষেই পরিষ্কার হয়ে যাবে, তিলোত্তমার মুকুটে আরও এক নতুন পালক জুড়তে চলেছে কি না৷

[কাশ্মীরে পর্যটক টানতে আসরে এবার সলমন খান!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement