সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স সত্যিই একটা সংখ্যা মাত্র, মন চাইলে আটকায় কার সাধ্য৷ সেই জন্যই তো বয়সের তোয়াক্কা করেন না কলকাতার খিদিরপুরের বাসিন্দা এই বৃদ্ধ যুগল৷ ‘ফুটবলের মক্কা’য় বসে ফুটবল বিশ্বকাপ দেখা নয়, প্রত্যেক চারবছর অন্তর খোদ স্টেডিয়ামে পৌঁছে পৃথিবীর সবচেয়ে বড় উৎসবের স্বাদ নেন ৮৫ বছরের পান্নালাল চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী, ৭৬ বছরের চৈতালি চট্টোপাধ্যায়৷ তাঁদের জীবনের দশম, সম্ভবত শেষ ফুটবল বিশ্বকাপ দেখতে কয়েকদিনের মধ্যেই আবার মস্কোর উদ্দেশ্যে রহনা দেবেন বৃদ্ধ চট্টোপাধ্যায় দম্পতি৷ পারবেন কিনা জানেন না, তবে ইচ্ছা রয়েছে ২০২২-এ কাতারেও পা রাখার৷
[জল্পনার অবসান, বিশ্বকাপে ইজিপ্টের জার্সি গায়ে দ্বিতীয় ম্যাচেই ফিরছেন সালাহ]
১৯৮২-র স্পেনে বিশ্বকাপ ফুটবল দেখার মধ্যে দিয়ে যে নেশা তৈরি হয়েছিল, টানা সাড়ে তিন দশকের বেশি সময় ধরে তা বয়ে চলা সহজ বিষয় ছিল না৷ বহু আত্মত্যাগ, বহু ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে চারবছর পরপর বিশ্বকাপের যজ্ঞে যোগদান করার অর্থ জমান বৃদ্ধ চট্টোপাধ্যায় দম্পতি৷ চলতি মাসের ১৪ তারিখ রাশিয়ার উদ্দেশ্যে উড়ে যাচ্ছেন তাঁরা৷ কবে ফিরবেন তা নির্ভর করছে নক-আউটের টিকিট পাওয়ার উপরে৷ যদি টিকিট পান তবে থেকে যাবেন নাহলে, ফিরে আসবেন ২৮ জুন৷ অশীতিপর পান্নালাল চট্টোপাধ্যায় জানান, এখনও মাত্র তিনটি ম্যাচের টিকিট কিনতে পেরেছেন তাঁরা৷ ইতিমধ্যেই চিঠি লিখে রুশ কনস্যুলেট ও ফিফাকে অনুরোধ করেছেন, তাঁদের জন্য আরও বেশকিছু ম্যাচের টিকিটের ব্যবস্থা করে দেওয়ার৷ গতবছর ভারতে অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ৷ সম্মান জানিয়ে তাঁদের প্রতিটি ম্যাচ দেখার ব্যবস্থা করে দিয়েছিল ফিফা৷ ফিফার সেই সম্মান আজও ভুলতে পারেননি ফুটবলপ্রেমী বৃদ্ধ দম্পতি৷ ফলে এবারও আশায় বুক বাঁধছেন, ফিফা তাদের হতাশ করবেন না৷
[বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, এখন কী করছেন মিরোস্লাভ ক্লোজে?]
দীর্ঘ নয়টি বিশ্বকাপের স্বাদ পাওয়া মনে এখনও খচখচ করছে একাধিক অভিজ্ঞতা৷ একাধিক প্লেয়ার ও দলের উত্থান-পতন প্রত্যক্ষ করেছেন৷ তবে এখনও চোখের সামনে ভাসে ৮৬-র বিশ্বকাপে মারাদোনার সেই ‘হ্যান্ড অফ গড’৷ এক নিঃশ্বাসে বলে গেলেন ৭৬-এর চৈতালি চট্টোপাধ্যায়৷ ‘ডাই হার্ট’ ব্রাজিল অনুরাগী হওয়া সত্ত্বেও ২০১৪-র বিশ্বকাপে তাঁদের দেখতে হয়েছিল প্রিয়দলের ভয়ঙ্করতম হার৷ সেমিফাইনালে জার্মানির কাছে ১-৭ গোলে দুরমুশ হয়েছিল ব্রাজিল৷ মন ভেঙে গিয়েছিল তাদের জানালেন পান্নালাল চট্টোপাধ্যায়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.