Advertisement
Advertisement

Breaking News

দশ নম্বর বিশ্বকাপের শরিক হতে সস্ত্রীক রাশিয়া চললেন অশীতিপর পান্নালাল

বয়সকে থোড়াই কেয়ার এই ফুটবলপ্রেমী দম্পতির।

Kolkata couple to visit Russia for their 10th FIFA football WC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2018 1:44 pm
  • Updated:June 2, 2018 1:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স সত্যিই একটা সংখ্যা মাত্র, মন চাইলে আটকায় কার সাধ্য৷ সেই জন্যই তো বয়সের তোয়াক্কা করেন না কলকাতার খিদিরপুরের বাসিন্দা এই বৃদ্ধ যুগল৷ ‘ফুটবলের মক্কা’য় বসে ফুটবল বিশ্বকাপ দেখা নয়, প্রত্যেক চারবছর অন্তর খোদ স্টেডিয়ামে পৌঁছে পৃথিবীর সবচেয়ে বড় উৎসবের স্বাদ নেন ৮৫ বছরের পান্নালাল চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী, ৭৬ বছরের চৈতালি চট্টোপাধ্যায়৷ তাঁদের জীবনের দশম, সম্ভবত শেষ ফুটবল বিশ্বকাপ দেখতে কয়েকদিনের মধ্যেই আবার মস্কোর উদ্দেশ্যে রহনা দেবেন বৃদ্ধ চট্টোপাধ্যায় দম্পতি৷ পারবেন কিনা জানেন না, তবে ইচ্ছা রয়েছে ২০২২-এ কাতারেও পা রাখার৷

[জল্পনার অবসান, বিশ্বকাপে ইজিপ্টের জার্সি গায়ে দ্বিতীয় ম্যাচেই ফিরছেন সালাহ]

Advertisement

১৯৮২-র স্পেনে বিশ্বকাপ ফুটবল দেখার মধ্যে দিয়ে যে নেশা তৈরি হয়েছিল, টানা সাড়ে তিন দশকের বেশি সময় ধরে তা বয়ে চলা সহজ বিষয় ছিল না৷ বহু আত্মত্যাগ, বহু ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে চারবছর পরপর বিশ্বকাপের যজ্ঞে যোগদান করার অর্থ জমান বৃদ্ধ চট্টোপাধ্যায় দম্পতি৷ চলতি মাসের ১৪ তারিখ রাশিয়ার উদ্দেশ্যে উড়ে যাচ্ছেন তাঁরা৷ কবে ফিরবেন তা নির্ভর করছে নক-আউটের টিকিট পাওয়ার উপরে৷ যদি টিকিট পান তবে থেকে যাবেন নাহলে, ফিরে আসবেন ২৮ জুন৷ অশীতিপর পান্নালাল চট্টোপাধ্যায় জানান, এখনও মাত্র তিনটি ম্যাচের টিকিট কিনতে পেরেছেন তাঁরা৷ ইতিমধ্যেই চিঠি লিখে রুশ কনস্যুলেট ও ফিফাকে অনুরোধ করেছেন, তাঁদের জন্য আরও বেশকিছু ম্যাচের টিকিটের ব্যবস্থা করে দেওয়ার৷ গতবছর ভারতে অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ৷ সম্মান জানিয়ে তাঁদের প্রতিটি ম্যাচ দেখার ব্যবস্থা করে দিয়েছিল ফিফা৷ ফিফার সেই সম্মান আজও ভুলতে পারেননি ফুটবলপ্রেমী বৃদ্ধ দম্পতি৷ ফলে এবারও আশায় বুক বাঁধছেন, ফিফা তাদের হতাশ করবেন না৷

[বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, এখন কী করছেন মিরোস্লাভ ক্লোজে?]

দীর্ঘ নয়টি বিশ্বকাপের স্বাদ পাওয়া মনে এখনও খচখচ করছে একাধিক অভিজ্ঞতা৷ একাধিক প্লেয়ার ও দলের উত্থান-পতন প্রত্যক্ষ করেছেন৷ তবে এখনও চোখের সামনে ভাসে ৮৬-র বিশ্বকাপে মারাদোনার সেই ‘হ্যান্ড অফ গড’৷ এক নিঃশ্বাসে বলে গেলেন ৭৬-এর চৈতালি চট্টোপাধ্যায়৷ ‘ডাই হার্ট’ ব্রাজিল অনুরাগী হওয়া সত্ত্বেও ২০১৪-র বিশ্বকাপে তাঁদের দেখতে হয়েছিল প্রিয়দলের ভয়ঙ্করতম হার৷ সেমিফাইনালে জার্মানির কাছে ১-৭ গোলে দুরমুশ হয়েছিল ব্রাজিল৷ মন ভেঙে গিয়েছিল তাদের জানালেন পান্নালাল চট্টোপাধ্যায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement