Advertisement
Advertisement

Breaking News

জানেন, কেন ৮৪ নম্বর জার্সি গায়ে চাপান হরমনপ্রীত?

জানলে কুর্নিশ না জানিয়ে পারবেন না।

Know why Harmanpreet Kaur Wears Jersey No. 84
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 23, 2017 2:26 pm
  • Updated:July 23, 2017 2:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরমনপ্রীত কৌর। ভারতের একমাত্র ক্রিকেটার যিনি বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে সর্বোচ্চ ১৭১ রান (অপরাজিত) করে রেকর্ড গড়েছেন। পুরুষ ক্রিকেটেও এই রেকর্ড নেই। আর তারপর থেকেই পাঞ্জাব দি কুড়ির নাম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভারতীয় মহিলা দলে তিনি হয়ে উঠেছেন লেডি বীরেন্দ্র শেহবাগ। শেষ চারে দুর্দান্ত পারফরম্যান্সের পর থেকে তাঁর তুলনা টানা হয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের সঙ্গেও। কিন্তু শুধু ব্যাট হাতেই নয়, আরও একটি কারণ জানতে পারলে হরমনপ্রীতের প্রতি ক্রিকেটপ্রেমীদের শ্রদ্ধা ও ভালবাসা নিঃসন্দেহে আরও বেড়ে যাবে। সেই কারণ হল হরমনপ্রীতের জার্সি নম্বর।

[‘হরভজন নও যে চাকরি দিতে হবে’, হরমনপ্রীতকে জানিয়েছিল পাঞ্জাব পুলিশ]

৭ জুলাইয়ে জন্মানো মহেন্দ্র সিং ধোনি লাকি নম্বর হিসেবে জার্সিতে ৭ নম্বরটি বেছে নিয়েছেন। শচীন তেণ্ডুলকর থেকে বিরাট কোহলি, প্রত্যেকেরই জার্সি নম্বরের পিছনে লুকিয়ে রয়েছে ব্যক্তিগত কোনও কারণ। কিন্তু এখানেও অন্যদের থেকে এক্কেবারে আলাদা হরমনপ্রীত। তাঁর জার্সির নম্বর ৮৪। নাহ, সেই সালে তাঁর জন্ম হয়নি। এই নম্বরের সঙ্গে তাঁর ব্যক্তিগত রানের কোনও ইতিহাসও জড়িত নেই। আসলে, ১৯৮৪ সালের দাঙ্গার প্রতিবাদেই ৮৪ নম্বর জার্সিটি গায়ে চাপান তিনি।

Advertisement

reason-behind-harmanpreet-kaur-jersey-no84

১৯৮৪ সালে শিখ-বিরোধী দাঙ্গায় উত্তাল হয়েছিল গোটা দেশ। শিখ দেহরক্ষীর হাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার ঘটনার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। কংগ্রেস আমলে সেই সময় প্রাণ হারিয়েছিলেন বহু শিখ সম্প্রদায়ের ব্যক্তি। তাঁদের উৎসর্গ করেই প্রতিবার ৮৪ নম্বর জার্সি গায়ে মাঠে নামেন হরমনপ্রীত। শিখ সম্প্রদায়ের এই ক্রিকেটার সেই সংঘর্ষে প্রাণ হারানো শিখদের পরিবারের প্রতি এভাবেই শ্রদ্ধা জানান। শুধু দেশের জার্সির নম্বরই নয়, বিগ ব্যাশ লিগেও ৮৪ নম্বর জার্সি গায়ে খেলেন এই ভারতীয় তারকা। জাতির প্রতি শ্রদ্ধা যদি তাঁর জার্সি ব্যক্ত করে, তাহলে ব্যাট হাতে প্রতিটি দাপুটে শটই যেন বারবার দেশের প্রতি তাঁর ভালবাসা প্রমাণ করে দেয়। তাঁর এমন চিন্তাধারাকে কুর্নিশ না জানিয়ে পারবেন কি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement