Advertisement
Advertisement

Breaking News

দাড়ির বিমা করাচ্ছেন বিরাট কোহলি! ব্যাপারটা কী?

টুইটারে ভিডিও পোস্ট কোহলির সতীর্থের।

KL Rahul sarcastic tweet about Virat kohli’s obsession with beard
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 9, 2018 11:13 am
  • Updated:July 13, 2018 6:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা’- না আমার আপনার মত আম-আদমিকে গোঁফ দিয়ে চেনা না গেলেও বিরাট কোহলির মত খাস আদমিকে সত্যিই দাড়ি-গোঁফ দিয়ে চেনা যায়। শোনা যায় বিরাট কোহলি ক্রিকেটকে যেমন ভালবাসেন তেমনি ভালবাসেন নিজের দাড়ি-গোঁফকেও। আর সেই ভালবাসা এমনই যে এবার নাকি নিজের দাড়ির বিমা করাতে চলেছেন তিনি। একথা ফাঁস করেছেন তারই সতীর্থ। কিন্তু দাড়ি-গোঁফের আবার বিমা হয় নাকি? ব্যাপারটা কী? তবে কি কোনও বিজ্ঞাপনী চমক? নাকি অন্য কিছু? বিরাট ফ্যানেরা এখন অথৈ জলে।

[জাতীয় দলে অর্জুনের সুযোগ পাওয়ার কথা জানতেনই না গুরু!]

ভারতীয় দলের অধিনায়ক বলে কথা, স্বাভাবিকভাবেই বিরাট কোহলির ব্যাপার-স্যাপারও বিরাট-বিরাট। দাড়ির প্রতি ভালবাসা থেকে এবার তিনি দাড়ির বিমা করাতে চলেছেন। একটি টুইট করে এমনটাই দাবি করছেন ভারতীয় দলে বিরাটের সতীর্থ লোকেশ রাহুল। টুইটে একটি ভিডিও পোস্ট করে রাহুল দাবি করেছেন ইতিমধ্যেই নাকি বিরাটের দাড়ির মাপও নিয়ে নিয়েছে বীমা সংস্থা। ভিডিওটির ক্যাপশনে কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার লিখেছেন, ‘ আমি জানতাম তুমি তোমার দাড়িকে খুবই ভালবাস। কিন্তু তোমার দাড়ির বিমা করাচ্ছো, এই খবর শোনার পর আমি নিশ্চিত হয়ে গেলাম।’

Advertisement

[নেটদুনিয়ায় কটাক্ষের শিকার রশিদ, হর্ষ ভোগলেকে কী এমন বললেন আফগান স্পিনার?]

যে ভিডিও রাহুল পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে দুই ব্যক্তি খুব কাছ থেকে কোহলির দাড়ি-গোঁফের ছবি ক্যামেরাবন্দি করছেন। বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে এই ছবি তোলা দেখেই লোকেশ রাহুলের মনে হয়েছে দাড়ির বিমা করাচ্ছেন কোহলি। সমর্থকরা অবশ্য এটিকে রসিকতা হিসেবেই দেখছেন। দাড়ির বিমা, তাও আবার হয় নাকি? বলছেন অনেকে। তাঁরা মনে করছেন বিমা টিমা নয়, হয় এটি কোনও বিজ্ঞাপনী চমক আর না হয় কোনও মিউজিয়ামে বিরাটের মূর্তি বসানোর জন্য তাঁর শরীরের বিভিন্ন অংশের মাপ নিচ্ছেন শিল্পীরা। যাই হোক আপাতত এই দাড়ি-জল্পনাতে সরগরম সোশ্যাল মিডিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement